নিজস্ব প্রতিবেদন: বছরের প্রথম দিনেই সুখবর মিলল। সুখবর দিল ইন্ডিয়ান অয়েল। গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় কমছে ১০০ টাকা। তবে সেটা ডোমেস্টিক সিলিন্ডারে নয়, কমার্শিয়াল সিলিন্ডারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ডিসেম্বরে কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকার মতো বেড়েছিল। এখন এটা একটা স্বস্তি যে, সিলিন্ডারের দাম কমছে।  রেস্তোরাঁ-মালিকেরা খুবই স্বস্তিতে। তাদের এখন প্রতি সিলিন্ডারের জন্য কড়ি গুণতে হবে কম।


১০০ টাকা করে কমছে ১৯ কেজি ওজনের কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম। এর ফলে দিল্লিতে এই সিলিন্ডারের দাম দাঁড়াচ্ছে ২০০১ টাকা, কলকাতায় ২০৭৭ টাকা আর মুম্বইয়ে ১৯৫১ টাকা।


ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম যেমন কমছে না, তেমনই আপাতত তা বাড়ারও কোনও খবর নেই। ডোমেস্টিক সিলিন্ডারের দাম শেষ বার বেড়েছে অক্টোবরে। নন-সাবসিডাইজড ১৪.২ কেজির ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম দিল্লি ও মুম্বইয়ে ৮৯৯.৫০ টাকা তবে কলকাতায় ৯২৬ টাকা ও চেন্নাইয়ে ৯.১৫.৫০ টাকা। অয়েল কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে কোন শহরে কোন সিলিন্ডারের কেমন দাম, তা দেখে নেওয়া যায়।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: Horoscope Today: কেমন কাটবে বছরের প্রথম দিন, পড়ুন রাশিফল