বর্ষা স্পেশাল রেসিপি: মুচমুচে পেঁয়াজের পকোড়া
ওয়েব ডেস্ক: বাইরে সারাক্ষণই রিমঝিম ধারায় বৃষ্টি পড়ছে। বাড়িতে থাকার জন্য দারুণ আবহাওয়া। বৃষ্টি বরাবরই বড় রোম্যান্টিক। এটা আপনি মানতে বাধ্য। বাইরে রিমঝিম হোক কিংবা ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর ঘরের মধ্যে আপনি এবং আপনার সঙ্গী। পরিবেশটা কেমন হবে আন্দাজ করতে পারছেন নিশ্চয়ই? তবে রোম্যান্টিকতা অসম্পূর্ণ থেকে যাবে, যদি সঙ্গে পছন্দের কোনও খাবার না থাকে। আর বর্ষায় মুচমুচে পেঁয়াজের পকোড়া র তো জুড়ি মেলা ভার। তাহলে আজ এমন বর্ষার দিনে শিখে নিন মুচমুচে পেঁয়াজ পকোড়া তৈরির পদ্ধতি। আর এখনই বানিয়ে ফেলুন। দেখবেন দেরি করবেন না। বৃষ্টি থেমে গেলে কিন্তু আর অতোটা ভালো নাও লাগতে পারে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জ্যাকলিন ফার্নান্ডেজের শরীরচর্চার ছবি
ফোন চার্জ করুন আপেল দিয়ে! কীভাবে? দেখুন ভিডিও