ওয়েব ডেস্ক: প্রথমে বন্ধু। সেই সূত্রে ঘনিষ্ঠতা। তারপর আরও বেশি সময় একসঙ্গে কাটানোর জন্য, একে অন্যের মনের কাছাকাছি চলে য়াওয়া এবং দুজন-দুজনেক ভালোবেসে ফেলা। আর কয়েকদিন চুটিয়ে প্রেমের পর সটান বিয়ে। এই গল্প আমাদের সমাজে আকছার ঘটে। কিন্তু প্রিয় বন্ধুকে বিয়ে করার পর, তাদের বিবাহিত জীবন কেমন হয়? এই প্রশ্নের উত্তর পেতেই বিশ্বজুড়ে সমীক্ষা চালায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আর সেই মার্কিন পত্রিকার সমীক্ষা অনুযায়ী প্রিয় বন্ধুকে বিয়ে করলে ডিভোর্স হওয়ার সম্ভাবনা ৭০ শতাংশ কমে যায়। এটা কিন্তু সেই বন্ধুদের জন্য খুব ভালো খবর। তবে দারুণ সুখে থাকার সম্ভাবনা সাধারণের তুলনায় কমে যায় অনেকটাই!মন খারাপ হল? কী আর করা যাবে, সব জিনিসেরই যে ভালো-মন্দ রয়েছে। মেনে নিন।


(এই তথ্যটি নেওয়া হয়েছে অসাধারণ জ্ঞান নামের বইটি থেকে। বইটি লিখেছেন স্বরূপ দত্ত এবং পার্থ প্রতিম চন্দ্র।)