ওয়েব ডেস্ক: বলা হয়ে থাকে মথুরার পেধা নাকি জগত্ বিখ্যাত। এই পদটির জনপ্রিয়তা এতটাই যে তা আর কেবল উত্তরপ্রদেশেই আটকে নেই, ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়। যেখানেই ভোজন রসিকের বাস, সেখানেই ভোজনের আয়োজন- এ আর কে না জানে। তবে এই পদটি রান্না করা মোটেই খুব একটা শক্ত নয়। আর আপনাদের কাছে এই পদটিকে সঠিক উপকরণ ও প্রণালীসহ পৌছে দিতে রয়েছেন শেফ তথা রন্ধন শিল্পী সঞ্জীব কাপুর স্বয়ং। নিচের ভিডিওটিতে এই বিখ্যাত রন্ধন শিল্পী আপনাকে ইন্ধন দেবে জিভে জল আনা এই খাবারটি শীঘ্রই নিজ উদ্যোগে বানিয়ে ফেলতে। দেখে নিন ভিডিওটি-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING