শীত পড়তে না পড়তেই সাঁতরাগাছির ঝিলে পরিযায়ী পাখিদের ভিড়। এবার এতই পাখি, যে গত কয়েক বছরের রেকর্ডকে তা ছাপিয়ে গিয়েছে। ভিড় জমাচ্ছেন পক্ষীপ্রেমীরা।    সাঁতরাগাছির ঝিলে সুদূর সাইবেরিয়া থেকে পাখিরা তো এসেছেই, এবার পাখি এসেছে লাদাখ, মানস সরোবর এবং হিমালয় থেকেও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবার এত পাখি, তার কারণ, এবার তাড়াতাড়ি জাঁকিয়ে শীত পড়েছে। তার ওপর স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে ঝিল পরিষ্কার হয়েছে। সে জন্যই ডিসেম্বরের শেষেই পাখির সংখ্যা ছুঁয়েছে পাঁচ হাজারেরও বেশি। গত তিন বছরের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে পাখির সংখ্যা। আর পাখি দেখতে ভিড় জমাচ্ছেন পক্ষীপ্রেমীরা।


এরই মধ্যে অবশ্য প্রশ্নটা থেকে যাচ্ছে। আগামী বছরগুলিতেও কী পাখির সংখ্যা বাড়বে? কারণ এই পাখিরালয়ে জঞ্জাল ফেলেন স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ। আশপাশে গজিয়ে উঠছে মোবাইল টাওয়ার। সব মিলিয়ে পরিযায়ী পাখিদের জন্য আর কী উপযুক্ত থাকবে এই সাঁতরাগাছি ঝিল?