নিজস্ব প্রতিবেদন: সবচেয়ে দামি লিপ আর্ট! প্রায় ১২৬টি হিরে, যার মোট দাম প্রায় ৩.৭৮ কোটি টাকা, তা দিয়ে ঠোঁট সাজিয়ে নাম উঠল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ। অস্ট্রেলিয়ার হিরে বিক্রেতা সংস্থা ‘রোজেনড্রফ ডায়মন্ডস’-এর ৫০তম প্রতিষ্ঠাদিবস উপলক্ষে তারা এই লিপ আর্ট-এর আয়োজন করেছিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

‘রোজেনড্রফ ডায়মন্ডস’-এর এই লিপ আর্ট-এ শার্লি অক্টাভিয়া নামের একজন মডেলকে বেছে নেওয়া হয়েছিল যাঁর ঠোঁট সেজে ওঠে ১২৬টি হিরেতে। প্রায় আড়াই ঘণ্টা ধরে বিখ্যাত মেক আার্টিস্ট ভ্লাদা হ্যাগেরটি সাজিয়েছেন শার্লি অক্টাভিয়ার ঠোঁট।


আরও পড়ুন: মাঝে মধ্যে স্নান না করা স্বাস্থ্যের পক্ষে ভাল! বলছে গবেষণা


গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই কাজে প্রায় ২২.৯২ ক্যারেট ওজনের হিরে ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে ‘রোজেনড্রফ ডায়মন্ডস’-এর ১২৬টি হিরে আর ভ্লাদা হ্যাগেরটির প্রায় আড়াই ঘণ্টার পরিশ্রমে বিশ্বের সবচেয়ে দামি লিপ আর্ট হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম উঠেছে এই উদ্যোগের। ‘রোজেনড্রফ ডায়মন্ডস’-কে কৃতজ্ঞতা জানিয়ে ভ্লাদা হ্যাগেরটি জানান, তাদের বহুদিনের গবেষণা ও পরিশ্রম সফল হল।