স্বরূপ দত্ত


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


চললি কোথায়, ডানা মেলে? এক পা দু'পা নিজের খেয়ালে
একা ফেলে আর যাস না কখনও আমায় না বলে।।
তুই শুয়ে থাকবি আমার সামনে, বোজা থাকবে চোখের পাতা
এমন ভাবনাতেও হাতে ছিল পেন্সিল, শূন্য আমার লেখার খাতা ।।


ঘুম আসে না আর রাতে, দেখি তোকে শুধুই ঘুমোতে
তোর চোখ রোজই বুজে আসে, আমার চোখে তোর মুখই ভাসে।।
যেতে যেতে তুই থামিস রোজ, সময় কেন থামে না
তোকে কোনওদিন পাবো না জেনেও মন একদম মানে না।।


তুই চলিস, তুই বলিস, তুই হাসিস প্রাণ জুড়িয়ে
আমি তোকে চলে যেতে দেখেছি, কাঁধের উপর চুল উড়িয়ে।।
তোর সঙ্গ পেতাম যদি, ঘুরে আসি বলে পড়তাম দুজনে বেরিয়ে
দেখলি কী অবস্থা আমার! কীভাবে তোতে গিয়েছি হারিয়ে।।


শেষে আর একটা কথা তোর ওই ঘুম মুখের কথা মনে পড়িয়ে
কে বলে দূরে ছিলাম, দূরে আছি, দিব্যি তোর মনে রয়েছে জড়িয়ে।।