নিজস্ব প্রতিবেদন: আনন্দ মহিন্দ্রার সাম্প্রতিক ট্যুইট দেখে স্পষ্ট বোঝা যায় ভারতীয়রা সিনেমা প্রেমী। বিশেষ করে তা যদি বলিউড হয় তাহলে তো কথাই নেই। মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যানের ট্যুইটার হ্যান্ডেল ফলো করলে রীতিমতো হাসির বন্যা হয়। কিছুদিন আগে তিনি নাগাল্যান্ড পুলিসের একটি ভিডিও শেয়ার করেছেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বলিউড গান ঢল গয়্যা দিন- এ প্যারেড করছে নাগাল্যান্ড পুলিস। ৪৫ সেকেন্ডের সেই ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। জোরে জোরে বলিউডের এই জনপ্রিয় গান গাইছেন এবং পুলিসেরা প্যারেড করছে। ঢল গয়্যা দিন, হো গয়্যা শাম, ১৯৭০এর হামজোলি ছবির জনপ্রিয় গান। জিতেন্দ্র ও লিনা চন্দাভারকরকে দেখা গিয়েছিল পর্দায়। 



সেই ভিডিও শেয়ার করে আনন্দ মহিন্দ্রা লেখেন, আনন্দ মাহিন্দ্রা টুইটে লেখেন, "খুব ভাল লাগল ভিডিওটি। আমরা যে ফিল্ম প্রেমি দেশ তা বোঝা যাচ্ছে। আমি নিজেও দ্বিধায় রয়েছি যে শত্রুপক্ষের সেনারা নিশ্চয়ই এই ভিডিওটি দেখে গানের কথার অর্থ বুঝতে চেষ্টা চালিয়ে যাবেন। বোঝার চেষ্টা করবেন এটি দেশাত্মবোধক কোনও গান কি না।"


আরও পড়ুন, 7th Pay Commission-এ DA বৃদ্ধি নিয়ে ৫টি বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার



এর আগে ভিডিওটি শেয়ার করেছেন কেন্দ্রীয় ড. জিতেন্দ্র সিং(Dr Jitendra Singh)। তিনি লিখেছিলেন, ''নাগাল্যান্ড পুলিসকে ১৯৭০-এর ক্লাসিক হিন্দি ছবির গান গাইতে দেখা আনন্দের।''