রাস্তার ধারে গাছ থাকা কেন অত্যন্ত জরুরি, জেনে নিন
ওয়েব ডেস্ক: মাঝে মধ্যেই শোনা যায়, রাস্তা সম্প্রসারণের জন্য গাছ কেটে ফেলা হচ্ছে। কিন্তু যে কোনও বড় রাস্তার ধারে গাছ থাকা অত্যন্ত জরুরি। কেন, তা জেনে নেওয়া যাক-
গাড়ি চালানোর সময় বেরোতে থাকে কার্বন ডাই অক্সাইড বা CO2। সেই কার্বন ডাই অক্সাইড শুষে নেয় গাছ। এর ফলে অনেকটাই আটকানো সম্ভব জলবায়ু পরিবর্তন। গাড়ি চলার সময় তা থেকে বেরোয় প্রচুর দূষিত পদার্থ, যেমন নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাই অক্সাইড, অ্যামোনিয়া ইত্যাদি। গাছ সে সমস্ত শোষণ করে বায়ু দূষণ আটকায়।
জল দূষণ ও শব্দ দূষণও আটকায় গাছ।
বড় রাস্তার মাটি ক্ষয় রোধ করে গাছ।
প্রচণ্ড রোদে গাছের ছায়া দিয়ে অত্যন্ত আরামদায়ক হয় যাত্রা।
বৃষ্টির জল থেকে রাস্তাকে রক্ষা করে গাছ। ফলে রাস্তার ক্ষতিও কম হয়।