ভ্যালেন্টাইন ডে`তে পোষ্যর লাভ ডেটিং! চিন্তা নেই, আছে অ্যাপ
ওয়েব ডেস্ক: প্রেম দিবসে, নিজের প্রেমিককে নিয়ে আকাশ কুসুম ভাবনা, অথচ বাড়ির পোষ্যটার বেলায় বড্ড উদাসীন! যখন ভীষণ মন খারাপ, বাড়ির পুয়ানের (পোষ্যের নাম) গলায় হাত বোলাতে বোলাতে অবলীলায় চোখে নামিয়ে নিয়ে এসছেন সমুদ্র। কখনও ভীষণ আনন্দে রিংটোনের (পোষ্যের নাম) সঙ্গে কত প্রেমের কলার টিউনই না মনে ঘন্টি বাজিয়েছে আপনার। আপনি প্রেম দিবসে হয় প্রেমের ভ্রমর হবেন, নয় প্রেমিকার কাঁধ থেকে চুলটা সরিয়ে নিজের মাথাকে আশ্রয় দেবেন! কিংবা 'রাস্তার কত স্বস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনে', হাতে হাত, ঠোঁটে ঠোঁট আর প্রেমের পদ্য, ভালবাসার ব্যারিকেডে প্রেমের ফানুস উড়বে, দিন আসছে। আপনি মহা আনন্দে। একবার ভেবেছেন কখনও আপনার বাড়ির প্রিয় পোষ্যটার কথা। বাড়িতে ঢুকেই আপনার নোংরা চটি অথবা ধুলো মাখা জুতো জোড়া খোলার আগেই আপনার পায়ের কাছে যে মিউ মিউ করে, আপনার হাতটা পাওয়ার জন্য জিভটা বের করে ফ্যাল ফ্যালে দৃষ্টিতে তাকিয়ে থাকে। প্রেম দিবসে জীবনের সব থেকে সুন্দর কাজটি করেই ফেলুন। টম অ্যান্ড জেরির ঝগড়ার ছবিটার পরিবর্তন করে সাপে নেউলের প্রেম হলে মন্দ কী? কীভাবে হবে এই অসাধ্য সাধন? উপায় আছে। আছে অ্যাপ।
২০০৮ সালেই তৈরি হয়েছিল এমন এক অ্যাপ। তবে সেটা আমাদের দেশে নয়। বিদেশে। এখন তাঁদের অ্যাকটিভ ইউজার ১৫০০। অর্থাৎ, ১ হাজার ৫০০ পোষ্য নিয়মিত ডেট করেন এই অ্যাপের মাধ্যমে। প্রথমে শুধু মাত্র সারমেয়দের ডেটিংয়ের জন্যই এই অ্যাপ ব্যবহার করা হত। এখন অনেক পোষ্যরাই ডেটিংয়ের সুযোগ পান। কী ভাবছেন? বিদেশের অ্যাপে আপনার পোষ্যের প্রেমিক অথবা প্রেমিক খুঁজে কী লাভ! ফেসবুকে পরিচয় হয়ে যদি ভিনদেশিরা আমাদের দেশে এসে সংসার পাতাতে পারে, তাহলে পোষ্যটার বেলায় হবে নাই বা কেন?
(অ্যাপের নাম-Bark’N’Borrow)