ওয়েব ডেস্ক: যুদ্ধ নয়, শান্তি চাই। এটাই তো বিশ্বজুড়ে সাধারণ মানুষের স্লোগান। সত্যিই তো। সেই শুরুর দিনগুলো থেকে আজ পর্যন্ত এক-একটা যুদ্ধে কেড়ে নিয়েছে কত কত মানুষের প্রাণ। কিন্তু এক্ষেত্রে কথাটা একটু অন্যরকম করেও বলা যায়। বলা ভালো, মশা নয়, শান্তি চাই। কেন?


ভাবছেন, কেন এরকম? কারণ, মজার কথা হলেও সত্যি। মানব সভ্যতায় যত মানুষ যুদ্ধের কারণে মারা গিয়েছে, তার চেয়ে অনেক বেশি মানুষ মারা গিযেছে মশার কামড়ে অসুখ করে! হ্যাঁ, শুনতে অবাক লাগলেও তথ্য পরিসংখ্যান কিন্তু সেই কথাই বলছে। প্রতি বছর মশার কামড়ে গোটা বিশ্বে প্রায় ১০ লক্ষ মানুষ মারা যান। আর এটা চলেই আসছে, বছরের পর বছর ধরে!