পাত্রপাত্রী বিজ্ঞাপনেও এনআরসি ছায়া! ১৯৭১ সালের আগে থেকে ভারতে থাকলে এবং তার উপযুক্ত নথি বা প্রমাণপত্র থাকলে তবেই যোগাযোগ করতে নির্দেশ দেওয়া হল একটি বাংলা দৈনিক সংবাদপত্রের পাত্রপাত্রী বিজ্ঞাপনের পাতায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওই বিজ্ঞাপনে লেখা রয়েছে, ‘ঘোষ ২৯ বছর/৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার হাইস্কুল শিক্ষক পাত্রের জন্য উচ্চমাধ্যমিক পাস, উচ্চতায় ৫ ফুট ১ ইঞ্চির বেশি, ১৯৭১ সালের আগে থেকে ভারতে থাকার উপযুক্ত প্রমাণ-সহ ঘোষ পাত্রী চাই। যোগাযোগ সোম থেকে শুক্র।’



আরও পড়ুন: বছরে গড়ে ১,৮০০ ঘণ্টা স্মার্টফোন ব্যবহার করেন প্রায় ৭৫ শতাংশ ভারতীয়!


এই বিজ্ঞাপনটি এই এনআরসি বিরোধীতার বাজারে খুবই তাত্পর্যপূর্ণ। আর সেই কারণেই এটি নজর কেড়েছে হাজার হাজার মানুষের। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে ওই এক টুকরো বিজ্ঞাপনটি। যখন এনআরসি বিরোধীতায় গোটা দেশ উত্তাল, সেখানে এই বিজ্ঞাপনটি সংগত কারণেই ভাইরাল হয়ে গিয়েছে।