নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ প্রতিক্ষার পর এবার বিমানে যাতায়াত করার সময় যাত্রীরা ব্যবহার করতে পারবে ইন্টারনেট। Wifi-এর মাধ্যমে চালু রাখা যাবে নিজস্ব ফোনের ইন্টারনেট পরিষেবা। এমনটাই জানালেন সিভিল অ্যাভিয়েশন মন্ত্রক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিমানচালক চাইলে বিমানে কোনও যাত্রী তাঁর ল্যাপটপ, স্মার্টফোন, স্মার্ট ওয়াচে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। ফোন ফ্লাইট মোডে বা এরোপ্লেন মোডে থাকলেও ইন্টারনেট ব্য়বহার করা যাবে। ২১ ফেব্রুয়ারি একটি বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে সিভিল অ্যাভিয়েশন মন্ত্রক।


আরও পড়ুন: মার্চ মাসে মোট ৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক!


একটি বিমানের যাত্রীরা তখনই ইন্টারনেট পরিষেবা পাবেন যখন জেনারেল ডাইরেক্টার ওই বিমানের জন্য সমস্ত রকম ভাবে অনুমোতি দেবেন। এছাড়াও বিমানে তখনই Wifi-এর মাধ্যমের ইন্টারনেট চালু হবে যখন বিমানের সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে। ২০১৮ সালেই ভারতীয় টেলিকম রেগুলেটর এমসিএ- এর মধ্যমে বিমানে ইন্টারনেট পরিষেবা চালু করার অনুমতি দিয়েছিল।