ওয়েব ডেস্ক: দুনিয়ার সবচেয়ে মূল্যবান রত্ন কোনটা জানেন? উত্তর সহজ- "পিঙ্ক ডায়মন্ড"। সম্প্রতি ৫৯.৬ ক্যারেটের পিঙ্ক ডায়মন্ড বা পিঙ্ক স্টার রত্ন নিলামে উঠেছে ৪৬৪ কোটিতে (৭১.২ মিলিয়ন মার্কিন ডলার)। আর এই চড়া দামের জন্যই রেকর্ড সৃষ্টিকারী এই পিঙ্ক স্টারটি এখন দুনিয়ার সবচেয়ে মূল্যবান রত্ন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


নিলামে ৫ মিনিটের দর কষাকষিতে রত্নটি কিনেছে বিশ্বের বৃহত্তম অলঙ্কার সংস্থা "চাও তাই ফুক"। উল্লেখ্য, এর আগে ২০১৩ সালে ৫৪১ কোটি টাকায় নিলামে চড়েছিল পিঙ্ক স্টার। কিন্তু সেবার ক্রেতা 'ডিফল্টার' হয়েছিলেন। ফলে, আজ অবধি বিশ্বে বিক্রি হওয়া রত্নের তালিকায় দামের নিরিখে সবার শীর্ষে থাকছে এবারে নিলামে ওঠা পিঙ্ক তারকাই। (আরও পড়ুন- ২ মাস শুয়ে থাকার পারিশ্রমিক ১১ লক্ষ টাকা)