ওয়েব ডেস্ক: আপনি কি আবেগ বর্জিত মানুষ? মনের কথা না শুনে মস্তিষ্ককেই অগ্রাধিকার দেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আবেগের সমুদ্রে হাবুডুবু আপনার একেবারেই ভাল লাগে না? আপনি রূঢ় বাস্তবে বিশ্বাসী? বাস্তববাদী না ভাবাবেগী? আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্নের সম্মুখীন হলে, ভ্যাবাচ্যাকা খেয়ে যাচ্ছেন! আপনি কি নিজেই জানেন না! মন আর মস্তিষ্কের দ্বন্দে আপনার জীবনে, যৌবনে দ্বন্দ্বমূলক বস্তুবাদের টানাপোড়েন। আপনার আচরণ, আপনার বাহ্যিকতা দিয়ে আপনাকে বিচার করে গোটা সমাজ, তবে নিজেকে বিচার করুন নিজেই। নিজেকে মার্কস দিতে গেলে হতে হয় না মার্ক্সবাদী, জানুন নিজেকে একটা ছোট্ট টেস্টেই। চটপট কয়েকটা প্রশ্নের উত্তর আর বুঝে নিন নিজেকে, জেনে নিন নিজের মনের কথা, কী ভাবে আপনার মস্তিষ্ক।


Play The Quiz