স্বরূপ দত্ত


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


কাল তুই আবারও কাছে এলি
আরও একটা কবিতার জন্ম দিয়ে গেলি।
তুই কি ভাবিস তুই আমার প্রেমিকা?
আমি জানি তুই আমার প্রেরণা।


তুই যত কাছে আসিস
তত দেখি তোকে, হারাই তোতে।
মনে অনেক কথা আসে
মাথায় কত কিছু ঘোরে।


কেমন যেন তোর নেশায় হচ্ছি বুঁদ
ভালো তো বাসিই তোকে সত্যিই খুব।
তুই কাছে এলে ভয় লাগে।
চলে গেলে একা লাগে, এ বড় খারাপ রোগ।


আজ তো বিশেষ দিন, শিবরাত্রি
তুই আজ চাইবি 'তাঁকে'
সে ভালো থাকুক, আমিও চাই।
তুই আছিস, সে-ও আছে, আমি নেই এক রত্তি!


এমন কি শুধু আমার একার?
কে জানে অনেকেই হয়তো এমন।
ভালো তো বাসে সবাই।
তবু, চাওয়ার মানুষটাকে পায় কজন!


কেমন যেন তুই আমার জীবনের চাঁদ হয়েছিস
এক প্রাণ আলো নিয়ে খুব হাসিস।
ওই চাঁদের আলো সূর্য দেয়।
আমি অন্ধকার, তোর আলো আমায় ভরসা দেয়।


তুই থাকিস ওর, আর বাকি সবার।
একটা মিনতি শুধু, তোকে না পাওয়াটা আমার।
যদি হতাম শিব, আজ করতাম তোর আশা পূরণ।
আমি তোর থেকেই দূরেই ভালো
ভালো থাকিস চিরকাল, শুধু তোরা দুজন।