আর পাঁচটা দিন পরেই প্রেমের দিন আসবে।
আর পাঁচটা দিনের থেকেও তোকে বেশি ভালোবাসবে।
আর পাঁচটা মাসের শেষেই ঋতুরাজ বসন্ত।
দুঃখ অনেক থাকল বুকে, তবু প্রেম অনন্ত।।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রেমের আবার দিন কী হয়!
প্রেম যে বেশিই রাতের।
মনের কথা বুকেই থেকে যায়
ব্যথা হার মেনে যায় বাতের।।


কাল ছিল গোলাপের, আজ নাকি বলার।
বলার জন্য দম লাগে, বুক ঠুনকো শোলার।
মুখে না বললে বুঝবি না?
তোর চোখই সুন্দর, মনের কানা।।


তোকে বলব না, তুই বুঝবি না।
বল তো কে কাকে হারালো?
দূর ছাই, জানবো কীভাবে!
আমায় তো তোর বাসন্তী রূপই মন ভরালো।।
তুই আমায় রাখ মাথার মাঝে অনেক ভিড়ে হারিয়ে।
আমার জীবন, আমি এভাবেই বাঁচি, দুহাত শূন্যে বাড়িয়ে।।


তবু যদি ভাবিস, তুই অন্য কারও। কী আর বলব তোকে?
তোর পৃথিবী অ্যাকুরিয়ামটাই। আমি দূর থেকেও দেখতে পাই তোকে।।