নিজস্ব প্রতিবেদন: বিয়ের মরসুমের আগেই দাম বাড়ল সোনা-রুপোর। মঙ্গলবার সোনার দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে রুপোর দামও বেড়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) মঙ্গলবার সোনার দাম ৪০৯ টাকা বেড়েছে। MCX-এ, মঙ্গলবার সকালে বাজার খোলার সময় সোনা ৫২৫৮৮ টাকায় লেনদেন হয়েছে যেখানে রূপো ১০১১ টাকা বেড়ে ৬৮৩০৫ টাকায় লেনদেন হয়েছে। গত সপ্তাহ থেকে সোনা-রূপার দাম বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুলিয়ন বাজারে মঙ্গলবার সোনা-রূপার দাম বাড়তে দেখা গেছে। মঙ্গলবার, ২২ ক্যারেট সোনার দাম বেড়ে ৪৮৮৬৮ টাকা, ২৪ ক্যারেট সোনার দাম ৫৩৩১০ টাকায় লেনদেন হচ্ছে। এখানে ২০ ক্যারেট সোনার গড় দাম ৪৪৪২৫ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম ৩৯৯৮৩ টাকা। একই সময়ে ১৬ ক্যারেট সোনার দর ৩৫৫৪০ টাকায় পৌঁছেছে।


আরও পড়ুন: Solar Eclipse April 2022: মাসের শেষে বছরের প্রথম সূর্যগ্রহণ, কী প্রভাব পড়বে রাশিতে


ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির মাঝেই দেশে সোনার প্রতি মানুষের চাহিদা বাড়ছে। ২০২১-২২ সালের প্রথম ১১ মাসে (এপ্রিল-ফেব্রুয়ারি) দেশের সোনা আমদানি ৭৩ শতাংশ বেড়ে ৪৫১ বিলিয়ন ডলার হয়েছে। চাহিদা বাড়ায় দেশে সোনা আমদানি বেড়েছে। গত অর্থবর্ষের একই সময় সোনা আমদানির পরিমাণ ছিল ২৬.১১ বিলিয়ন ডলার।


সোনার গয়নার দাম দেশের বিভিন্ন জায়গায় পরিবর্তিত হয়, কারণ এতে আবগারি শুল্ক, রাষ্ট্রীয় কর এবং মেকিং চার্জ যুক্ত থাকে। নিজের শহরে সোনার দাম পরীক্ষা করতে ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA) এর সাহায্য নিইয়েয়া যায়। এর জন্য, গ্রাহকদের ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে একটি মিসড কল দিতে হয়। গ্রাহকের মোবাইল নম্বরে সোনার সর্বশেষ দামের বার্তা পাঠিয়ে দেওয়া হয়।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)