জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাত পোহালেই রাখি। ভাইয়ের মঙ্গল কামনায় বোনেরা রাখি পরাবেন ভাইদের হাতে। কিন্তু কোন রঙের রাখি পরাবেন ভাইকে? মঙ্গলসূচক রাখির রঙের সঙ্গে যোগ রয়েছে ভাইয়ের রাশির। চলুন জেনে নেওয়া যাক, রাশি মিলিয়ে কোন রঙের রাখি বাঁধলে ভাইয়ের হবে মঙ্গল?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মেষ/ARIES
মেষ রাশির অধিপতি মঙ্গল গ্রহ। এই রাশির ভাইদেরকে বোনদের লাল রঙের রাখি বাঁধতে হবে। মেষ রাশির জাতকদের জন্য এটি শুভ বলে মনে করা হয়।


বৃষ / TAURUS 
বৃষ রাশির অধিপতি শুক্র গ্রহ। এই রাশির ভাইদের কবজিতে নীল রঙের রাখি বাঁধতে হবে বোনদের।


মিথুন GEMINI 
মিথুন রাশির অধিপতি বুধ গ্রহ। তাই এই রাশির ভাইদের কবজিতে সবুজ রঙের রাখি বাঁধতে হবে। এটি ভাই এবং বোন উভয়েরই মনের উন্নতিতেও সহায়ক হবে।


কর্কট/ Cancer 
কর্কট রাশির অধিপতি চন্দ্র। এমন পরিস্থিতিতে বোনদের উচিত তাদের ভাইদের হাতে সাদা রঙের রাখি বেঁধে রাখা।


সিংহ/ LEO
সিংহ রাশির অধিপতি সূর্য। সিংহ রাশির জাতক ভাইদের হাতে লাল বা হলুদ রঙের রাখি বাঁধতে হবে বোনদের।


কন্যা/ VIRGO 
বুধকে কন্যা রাশির শাসক গ্রহ বলে মনে করা হয়। তাই কন্যা রাশির জাতক ভাইয়ের হাতে গাঢ় সবুজ রঙের রাখি বাঁধলে, ভাইয়ের সমস্ত অসমাপ্ত কাজ সম্পন্ন হয়ে যাবে বলে বিশ্বাস করা হয়।


তুলা/ LIBRA
তুলা রাশির অধিপতি শুক্র। এক্ষেত্রে বোনদের ভাইদের দীর্ঘ আয়ু কামনায় তাঁদের কবজিতে গোলাপি রঙের রাখি বাঁধার পরামর্শ দেওয়া হচ্ছে।


বৃশ্চিক/ SCORPIO
বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। এই রাশির জাতক ভাইদের হাতে লাল রঙের রাখি বাঁধতে হবে বোনদের।


ধনু/ Sagitarious
ধনু রাশির শাসক গ্রহ শুক্র। এই রাশির ভাইদেরর সাফল্যের জন্য বোনদের হলুদ রঙের রাখি বাঁধতে হবে।


মকর/ Capricorn
মকর রাশির অধিপতি শনি। তাই বোনদের উচিত তাঁদের ভাইয়ের কবজিতে নীল রঙের রাখি বাঁধা। 


কুম্ভ/ Aquarious
কুম্ভ রাশির অধিপতি শনি। এই রাশির জাতক ভাইদের হাতে একটি গাঢ় বেগুনি রঙের রাখি বাঁধলে ভালো।


মীন/ Pisces
মীন রাশির অধিপতি বৃহস্পতি গ্রহ। বোনদের তাই হলুদ রঙের রাখি বাঁধতে হবে। মনে করা হয়, এতে ভাই সকল প্রকার রোগের হাত থেকে মুক্তি পাবেন।


এর পাশাপাশি, যদি কারও ভাইয়ের কুষ্ঠিতে কালসর্প যোগ বা রাহুর প্রভাব থেকে থাকে, তাহলে ময়ূরের পালকযুক্ত রাখি ভাইকে চাপমুক্ত এবং খুশি রাখতে সাহায্য করবে বলে মনে করা হয়।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)