নিজস্ব প্রতিবেদন: রথযাত্রা অতি পবিত্র এক উৎসব। জগন্নাথদেবের মন্দিরেই এই রথযাত্রা পালিত হয়। এ ক্ষেত্রে পুরীর জগন্নাথ মন্দিরই আবার সব চেয়ে বড় উৎসবক্ষেত্রে। এর ধর্মীয় উৎসবের দিকে শুধু যে ওড়িয়াবাসীরাই তাকিয়ে বসে থাকেন, তা কিন্তু নয়। বাঙালিরা এবং অন্য অন্য প্রদেশের ভক্তরাও রথ নিয়ে খুবই আগ্রহী ও উজ্জীবিত থাকেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ বছর জগন্নাথের রথযাত্রা হচ্ছে ১ জুলাই। একটু ভেঙে বললে, বিষয়টি এরকম। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে জগন্নাথের রথযাত্রা শুরু হয়। এ বছর আষাঢ় শুক্লা দ্বিতীয়া তিথি ৩০ জুন সকাল ১০:৪৯ টা থেকে শুরু হচ্ছে যা ১ জুলাই রাত ০১:০৯ টায় শেষ হবে। এই পরিস্থিতিতে এ বছর জগন্নাথের রথযাত্রা অবশ্য শুরু হবে আগামি ১ জুলাই শুক্রবার।


বিপুল সংখ্যক ভক্ত রথের দড়ি টানেন। রথের দড়ি টানা বা শুধু স্পর্শ করাও ভক্তদের কাছে অতি পুণ্যের বিষয়। মন্দির থেকে জগন্নাথদেব বেরিয়ে গুণ্ডিচা বাড়িতে যান। সেখানে ৭দিন থাকেন। তারপর আসে উল্টোরথের তিথি। এই রথযাত্রার আগে জগন্নাথদেব ১৪ দিনের এক নির্জনবাসে চলে যান। আসলে স্নানযাত্রার পরে সে সময়ে তিনি অসুস্থ থাকেন, তাই বিশ্রামে থাকেন। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 


আরও পড়ুন: Optical Illusion: এই ছবিতে কী দেখছেন আপনি? বলে দেবে আপনি কেমন মানুষ