ওয়েব ডেস্ক: রাস্তার ধারের মন্দির হোক বা বড় কোনও বিখ্যাত মন্দির, যযেকোনও হিন্দু মন্দিরে ঢুকলেই সবার আগে যে জিনিসটা চোখে পড়ে সেটা হলো ঘণ্টা। এই ঘণ্টা বাজিয়ে তবেই ভক্তরা বিগ্রহ দর্শন করতে মন্দিরের ভিতরে ঢোকেন। ঘণ্টার ব্যবহার শুধু মন্দিরের বাইরেই নয়, ভিতরেও থাকে। ঘণ্টা ধ্বনি ছাড়া ভগবানের আরতি সম্পূর্ণ হয় না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিন্তু হিন্দু শাস্ত্রে ঘণ্টার ব্যবহার কি শুধুই একটা প্রথা? নাকি এই ঘণ্টা বাজানোর পেছনে রয়েছে বিজ্ঞান? ঠিক কী কারণে বাজানো হয় ঘণ্টা তা জানতে দেখুন নীচের ভিডিও।