ওয়েব ডেস্ক: কম-বেশি আমারা প্রায় সকলেই সুন্দর থাকতে চাই। আর এর জন্য কত কিছুই না করি, বিশেষত মহিলারা।  সুন্দর থাকার জন্যই আমরা পার্লারে ‌যাই, খরচাও করি অনেক টাকা। অথচ, এমন অনেক ঘরোয়া পদ্ধতিই আছে ‌যেগুলি ব্যবহার করে আমরা পার্লারে না গিয়ে কিংবা দামি কসমেটিকস না ব্যবহার করেও দিব্যি সুন্দর থাকতে পারি। ‌যেমন ভাতের ফ্যান। আমরা সাধারণত ভাতের ফ্যান বা মাড় ফেলে দি। অথচ, ভাতের মাড় ফেলে না দেয়াই বুদ্ধিমানের কাজ। চিন ও জাপানে ভাতের মাড় নিয়ে যথেষ্ট গবেষণা হয়েছে এবং হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভাতের ফ্যান ত্বকের জন্য ‌যে কতটা উপকারী তা অনেকেরই জানা নেই। ভাতের মাড় কীভাবে ত্বককে রক্ষা করে জানেন?


আরও পড়ুন- ঘরোয়া উপায়েই 'সান ট্যান' থেকে মুক্তি পান, দেখুন কীভাবে?


১. ভাতের মাড় দিয়ে মুখ ধুলে, মুখ পরিষ্কার থাকে


২. মুখের ত্বকে যেই ছোট ছোট ক্ষত থাকে তা সাড়াতে ভাতের মাড় খুব উপকারী


৩. ভাতের মাড় দিয়ে চুল পরিষ্কার করুন দেখবেন চুল অনেক উজ্জ্বল হবে


৪. জলে ভালো করে মুখ ধুয়ে ভাতের মাড়ের মাঝে তুলো ভিজিয়ে সমস্ত মুখে লাগাবেন। এটি টোনার হিসেবে কাজ করবে


৫. ত্বককে ফর্সা করতে সাহায্য করে


৬.ত্বকে ময়েশ্চেরাইজার এবং অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে এবং এতে অতিবেগুনী রশ্মি শোষণের ক্ষমতা রয়েছে।


৭. আমাদের ত্বকের উপর তামার প্রলেপ পড়ার প্রবণতা রয়েছে আর ভাতের মাড় সেটা গঠন করতে বাধা দেয়।


৮. ত্বকে হাইপার পিগমেন্টেশনে ও বয়সের ছাপ পড়া প্রতিরোধ করে।


৯. যাদের ত্বকে ব্রণের সমস্যা রয়েছে তারা ভাতের মাড় তুলো দিয়ে ব্রণ আক্রান্ত জায়গায় লাগালে তা অতি দ্রুত সেরে উঠে এবং ত্বকের লালচে ভাবও দূর করে।


১০. ত্বকের যেখানে চর্ম রোগ রয়েছে সেখানে ঠাণ্ডা ভাতের মাড় লাগালে অনেকটাই উপকার হবে।কারণ ভাতের মাড়ের শ্বেতসার জাতীয় পদার্থ চর্মরোগ প্রতিরোধের জন্য খুবই কার্যকর।


১১. চালের প্রোটিন চুলের আগা ফাটা প্রতিরোধ করে চুলকে মজবুত করে নরম ও চকচকে করে।


 তবে কীভাবে এটা ব্যবহার করা ‌যায় তা জানতে নিচের ভিডিওটি দেখে নিন…


 


আরও পড়ুন- মুখের এধরণের গর্ত থেকে ঘরোয়া পদ্ধতিতে মুক্তি পান, দেখুন কীভাবে?