নিজস্ব প্রতিবেদন: বয়সের কারণে ত্বক কুঁচকে যাচ্ছে, জেল্লা হারাচ্ছেন? যদি তাই হয় তাহলে সহজ উপায়ে ফিরিয়ে আনুন আপনার ত্বকের যৌবন। ঝলমলে চুল এবং নিখুঁত ত্বকের কারণেই কিন্তু সুন্দর দেখাবে আপনাকে। যে উপাদানটি সবচেয়ে বেশি কাজ দেবে আপনার,  তা হল ‘ভাত’। অবাক হচ্ছেন, মনে হচ্ছে প্রলাপ? একদমই নয়। ভাতের তৈরি ফেস প্যাক জেল্লা ফেরাবে আপনার ত্বকের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আসুন তাহলে জেনে নিই সেই ফেসপ্যাকটির কথা,যে জিনিসটি সপ্তাহে ১বার ব্যবহার করলে থাকবে আজীবন যৌবনের নিশ্চয়তা।


উপকরণ:


৩ টেবিল চামচ ভাত
১ টেবিল চামচ মধু
১ টেবিল চামচ গরম দুধ



প্রথমে ভাত রান্না করুন। এবার ভাত থেকে মাড় ফেলে দিন। গরম ভাত চটকে নিন, না হলে পরে শক্ত হয়ে যাবে। এর সঙ্গে হালকা গরম বা উষ্ণ দুধ এবং মধু দিয়ে ভাল করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন।


এরপর, ঠান্ডা হলে ভাল করে মুখে মাখুন। বেশ কিছুক্ষণ রাখার পর শুকিয়ে এলে ধুঁয়ে ফেলুন। তারপর কোনও টোনার বা হালকা ময়েশ্চারাইজার লোশন লাগিয়ে নিন।