ওয়েব ডেস্ক: চিনের বাজারে মন্দায় তরতর করে পড়ছে টাকার দাম। কেন হল এমনটা? কতদিন চলবে এই মন্দা? কবেই বা আবার চাঙ্গা হবে বিশ্ব বাজার? কারণ খুঁজলেন প্রখ্যাত জ্যোতিষ সন্দীপ কোচার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কী বলছেন সন্দীপ?


১. সন্দীপ জানাচ্ছেন বিশ্ব বাজারে মন্দার সূচনা হল। বুধের সঙ্গে রাহু সংযোগই এর মূল কারণ।


২. তবে পরিস্থিতি আরও খারাপ হবে ২০১৬ সালের জানুয়ারি মাস থেকে বলে জানাচ্ছেন সন্দীপ। সিংহ রাশিতে বৃহস্পতি ও রাহুর সংযোগে দৃষ্টি পড়বে বৃশ্চিক রাশির ঘরে থাকা শনির। ফলে ২০০৮ সালের দশা তৈরি হবে বিশ্ব বাজারে। অগাস্ট মাস পর্যন্ত এই পরিস্থিতি।


৩. তেল, সোনা, রিয়েল এস্টেটের পাশপাশি ধাক্কা খাবে ডলারও।


৪. ভাঁটা আসবে কাপড়ের ব্যবসাতেও। সেইসঙ্গেই ধর্মীয় ও রাজনৈতিক কারণে বিভিন্ন দেশের মধ্য টানাপোড়েন ও যুদ্ধ পরিস্থিতি সৃষ্টির ইঙ্গিতও দিয়েছেন সন্দীপ।


বিনিয়োগকারীদের উদ্দেশে তাই সন্দীপের একটাই পরামর্শ। সাবধান থাকুন। বুদ্ধি করে সাবধান হয়ে বিনিয়োগ করেই একমাত্র কাটানো যাবে এই সমস্যা।