ওয়েব ডেস্ক : ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ। স্পেশালিস্ট ক্যাডার অফিসার নিয়োগ করছে SBI। অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। SBI-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবদেন করতে হবে। জেনে নিন পরীক্ষার খুঁটিনাটি-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

- www.bank.sbi/careers-এ গিয়ে 'Join SBI Section', তারপর 'Current Openings'-এ ক্লিক করতে হবে।


- আবেদনের শেষ তারিখ ৬ অক্টোবর ২০১৭।


- অনলাইনে পরীক্ষার সম্ভাব্য তারিখ ১১ নভেম্বর।


- ২৫ অক্টোবরের মধ্যে পৌঁছে যাবে অ্যাডমিট কার্ড।


- পরীক্ষার ফি জেনারেল পরীক্ষার্থী ও অন্যান্য অনগ্রসর জাতির জন্য ৬০০ টাকা। তফশিলি জাতি-উপজাতির ক্ষেত্রে ১০০ টাকা।


- ডেপুটি ম্যানেজার ল' পদে শূন্যস্থান ৪০টি। একটি শূন্যস্থান রয়েছে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে।


- আবেদনকারীদের আইনের ডিগ্রি থাকা আবশ্যিক।


- ডেপুটি ম্যানেজার পদে আবেদনের জন্য বয়সের ন্যূনতম সীমা ২৫ বছর। ঊর্ধ্বসীমা ৩৫ বছর।


- ডেপুটি জেনারেল ম্যানেজার পদে আবেদনের জন্য বয়সের সীমা ৩৫ থেকে ৪৫।


আরও পড়ুন, ফ্লিপকার্টে মোবাইল ফোনে দেদার ছাড়