ওয়েব ডেস্ক: ম্যাগি নুডলস। নামটা শুনলেই জিভে জল চলে আসে? সকালে হোক কিংবা বিকালে, ম্যাগি অল টাইম ফেভারিট খাবার। আর ম্যাগি খেতে ভালোবাসেন না, এমন লোক খুঁজলেও পাওয়া যাবে না। কিছুদিন আগে ম্যাগি নিয়ে একটা সমস্যা তৈরি হলেও, পরে আবার তা সমাধানও হয়ে যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গরম জলে ম্যাগি আর মশলা দিয়ে ফুটলেই খুব সুন্দর গন্ধ বেরোয়। অনেকের মনেই একটা প্রশ্ন আছে, কী আছে ম্যাগির মশলায়? যা থেকে এত সুন্দর গন্ধ বেরোয়? আর কেনই বা ম্যাগি খেতে এত মানুষ পছন্দ করেন? তাহলে জেনেই নিন কী কী আছে ম্যাগির মশলায়। একটি সূত্র থেকে জানা গিয়েছে কী কী উপকরণ থাকে ম্যাগির মশলায়।


১) দেড় চা চামচ পেঁয়াজ গুঁড়ো।


২) দেড় চা চামচ রসুন গুঁড়ো।


আরও পড়ুন ১ বলে ২০ রান করলেন ব্যাটসম্যান, বিশ্বরেকর্ড!


৩) দেড় চা চামচ ধনে গুঁড়ো।


৪) এক চা চামচ লাল লঙ্কা গুঁড়ো।


৫) দেড় চা চামচ হলুদ গুঁড়ো।


৬) এক চা চামচ জিরে গুঁড়ো।


৭) এক চা চামচ মরিচ গুঁড়ো।


৮) মেথি গুঁড়ো।


৯) অর্ধেক চা চামচ আদা গুঁড়ো।


আরও পড়ুন চিড়িয়াখানায় খাঁচা ভেঙে বাইরে বেড়িয়ে এল বাঘিনী! জানুন তারপর সে কী করল


১০) দেড় চা চামচ গরম মশলা।


১১) ৪ চা চামচ চিনি।


১২) ২ চা চামচ চিলি ফ্লেকস।


১৩) এক চা চামচ কর্ন ফ্লাওয়ার।


১৪) অর্ধেক চা চামচ আমচুর গুঁড়ো।


১৫) দেড় চা চামচ নুন।


ব্যস। এবার এই মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিন। আর সেই মিশ্রণ থেকে ২ চা চামচ ম্যাগিতে মেশান। তাহলেই এই মশলার ম্যাজিকে ম্যাগি হয়ে উঠবে লোভনীয় খাবার।