ওয়েব ডেস্ক: ব্যাত্সায়নের কামসূত্র ভারতের অন্যতম প্রাচীন গ্রন্থ। যাকে বলা হয় শারীরিক মিলন পদ্ধতির বিশ্বকোষ। এই বিষয়ের ওপর বিশ্বের অন্য কোনও দেশে এমন বইয়ের নিদর্শন ইতিহাসে প্রায় নেই বললেই চলে। যৌনমিলনের সময় বিভিন্ন ভঙ্গীমার কথা বলা হয়েছে বইতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কামসূত্র পড়েছি আমরা অনেকেই। কিন্তু ব্যাত্সায়নের পদ্ধতি নিয়ে নাড়াচাড়া খুব কম মানুষই করেছেন। এমনকী, সমাজে যৌনকাঙ্ক্ষা নিয়ে আলোচনা করার ব্যাপারে উন্মুক্ত মানসিকতা না থাকায় কামসূত্র শুধু এক বই হিসেবেই রয়ে গিয়েছে। বাজফিডব্লু(BuzzFeedBlue)-এর প্রকাশ করা এই ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন কামসূত্র পড়ে চেষ্টা করেছিলেন ব্যাত্সায়নের পদ্ধতিতে যৌনমিলনের।


তারপর? বাকিটা জানতে দেখুন এই মজার ভিডিও।