ওয়েব ডেস্ক : ধূমপানের ক্ষতিকর প্রভাব কি শুধু একটা? হাজারো একটা। ফুসফুস, খাদ্যনালীই শুধু নয়। ধূমপানের ফলে ক্ষতিগ্রস্ত হয় শুক্রাণুর DNA-ও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিশেষজ্ঞদের রিপোর্ট বলছে, ধূমপানের ফলে শুক্রাণুর DNA ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে ক্ষতিগ্রস্ত হয় শুক্রাণুর প্রজনন ক্ষমতা। যেসব পুরুষ বন্ধ্যাত্বে ভোগেন, তাদের মধ্যে ৩০ থেকে ৫০ শতাংশ মানুষ অত্যধিক ধূমপান করেন।


ব্রাজিলের সাও পাওলো ফেডেরাল ইউনিভার্সিটির তরফে এই সমীক্ষাটি চালানো হয়। গবেষকরা বলছেন, অত্যধিক ধূমপায়ী মানুষদের শুক্রাণুতে প্রদাহ সৃষ্টিকারী পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। যা শুক্রাণুর প্রজনন ক্ষমতাকে হ্রাস করে।


আরও পড়ুন, ৩০ মিনিটে প্রজননক্ষম শুক্রাণুকে বেছে নেবে এই ডিভাইস