নিজস্ব প্রতিবেদন: শুক্রবার শেয়ার বাজারে দিনের শুরুতেই খুশির জোয়ার। সেপ্টেম্বরের পর এই প্রথম মার্কেট খুলতেই এতটা চনমনে শেয়ার সূচক৷ বৃহস্পতিবারের তুলনায় অনেকটাই বাড়ল শেয়ার। লক্ষ্মীবারে সেনসেক্স পড়েছিল ৭৭০ পয়েন্ট, অনেকটাই নেমে নিফটি থিতু হয়েছিল ১৭,৫৬০ পয়েন্টে। তবে এদিন NSE Nifty 50 index ০.১ শতাংশ বেড়ে হয়েছে ১৭,৫৭৭.২। অন্যদিকে, BSE Sensex ০.০৪ শতাংশ বেড়ে হয়েছে ৫৮৮১২.৮। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মার্কেট পরিসংখ্যান বলছে প্রতিটি ইন্ডেক্স প্রায় ২.৭ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে। ধাতুশিল্প ক্ষেত্র এখনও পর্যন্ত সবচেয়ে লাভবান হয়েছে৷ এদের মধ্যে টাটা স্টিল লাভ করেছে সবচেয়ে বেশি। ত্রৈমাসিকের পরিসংখ্যান অনুযায়ী রতন টাটার সংস্থা ২.৫ শতাংশ বৃদ্ধি দেখেছে। অন্যদিকে, Nifty Metal Index বেড়েছে ১.৯ শতাংশ। তবে লক্ষ্মীলাভ তো দূর কিছুটা ক্ষতির মুখ দেখতে হয়েছে মুকেশ আম্বানিকে। দেশের অন্যতম সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রি আজার খুলতেই খুইয়েছে ১.১ শতাংশ। 


আরও পড়ুন, Post Office: পোস্ট অফিস থেকেই বিপুল আয়ের সুযোগ! জেনে নিন কীভাবে


বৃহস্পতিবার বাজার বন্ধের সময় সেনসেক্স ঠেকেছিল ৫৮,৭৮৮ পয়েন্ট। অন্য দিকে নিফটি-কে খোয়াতে হয়েছিল ২২০ পয়েন্ট। তথ্য প্রযুক্তি এবং আর্থিক ক্ষেত্রের স্টক বিক্রির চাপ ছিল অনেকটাই। লক্ষ্মীবারে সবচেয়ে বড়ো পতনের মুখোমুখি হতে হয়েছিল এইচডিএফসি-কে। ৩ শতাংশের বেশি পড়েছে এই স্টক। এর পরে রয়েছে ইনফোসিস, এল অ্যান্ড টি, কোটাক ব্যাঙ্ক, বাজাজ ফিনসার্ভ এবং টেক মাহিন্দ্রা। 


স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, বিদেশি সংস্থার বিনিয়োগকারীরা এখনও বিক্রির পথেই স্থির রয়েছেন।  বৃহস্পতিবার একটি মাসিক সমীক্ষায় বলা হয়েছে, মহামারির প্রভাব বৃদ্ধি, বিধিনিষেধ পুনরায় চালু করা এবং মুদ্রাস্ফীতির চাপের মধ্যে নতুন ব্যবসা উল্লেখযোগ্য ভাবে ধীর গতিতে বেড়েছে। যদিও এবছরে কেন্দ্রীয় বাজেটে স্টার্টআপের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)