ওয়েব ডেস্ক: ‘পারিবারিক নির্যাতন‍’ এই কথাটা বোধহয় আমরা সমাজে কমবেশি সকলেই শুনতে অভ্য়স্ত।  আর কথাটা শোনা মাত্রই কোনোও স্বামীর বৌ পেটানোর কথাই মাথায় আসে। তাই নয় কি? কিন্তু আমরা প্রায়শই ভুলে ‌যাই ‌যে পারিবারিক নির্যাতন বলতে ‍’পুরুষ-স্ত্রী‍’ উভয় লিঙ্গই বোঝায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একটা কথা শুনলে চমকে ‌যাবেন। একটি সমীক্ষা বলছে ভারতীয় মহিলারা নাকি বর পেটানোয় সারা বিশ্বে তিন নম্বরে? চমকে গেলেন নাকি? কথাটা শুনে মহিলারা বোধহয় একটু রেগে ‌গেলেন। কিন্তু মার্কিন ‌যুক্তরাষ্ট্রের একটি সমীক্ষা অন্তত তাই বলছে।


আর এই সমীক্ষায় মিশরীয়রা রয়েছেন নাম্বার ওয়ানে। আর ইউনাইটেড কিংডম রয়েছে দ্বিতীয় স্থানে। বিষয়টি দঃখজনক হলেও সত্য়ি। মানে মার্কিন সমীক্ষা তো এমনটাই বলছে।


আরও পড়ুন- মাথায় টাক পড়া থেকে বাঁচতে চান? তাহলে ঘরেই বানান এই ওষুধ