নিজস্ব প্রতিবেদন: বিভিন্ন রাশিতে বিভিন্ন গ্রহের প্রভাবে নানা ভাল-মন্দ ঘটে মানবজীবনে। যেমন অতি সম্প্রতি শুক্রের নানা প্রভাব পড়তে চলেছে রাশিসমূহের মধ্যে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্র এমনিতেই সম্পদ, সুখ ও সমৃদ্ধির উদগাতা গ্রহ। জ্যোতিষবিদ্যা অনুযায়ী, ৩১ মার্চের সকালে শুক্র কুম্ভে প্রবেশ করবে। তবে শুক্র সব চেয়ে শক্তিশালী থাকবে মীন রাশিতে। কন্যায় থাকবে দুর্বল। তা হলে দেখে নেওয়া যাক, কোন রাশি শুক্রের প্রভাবে ক্রমশ উন্নতির শিখরে পৌঁছবে।


মেষ


মেষ রাশির জাতকেরা শুক্রের এই ট্রানজিটের সূত্রে আর্থিক উন্নতির মুখ দেখবে। নতুন আয়ের উৎস খুলে যাবে।


মিথুন


শুক্র যখন নবম ঘরে ঢুকছে তখন সেটা মিথুনে প্রবেশ করছে। এর ফলে এই রাশির জাতকদের ভাগ্যপরিবর্তনের সূচনা। কর্মের ক্ষেত্রে বা ব্যবসায় আর্থিক লাভ ঘটবে। এই রাশির জাতকেরা এই সময়-পর্বে বাড়ি বা কোনও ভূ-সম্পত্তি ক্রয় করতে পারবেন। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও ভালো সময় চলবে।


মকর


মকর রাশির জাতকেরা শুক্রের এই ট্রানজিটের জেরে খুবই উপকৃত হবে। সম্পদের ক্ষেত্রে বিপুল অর্জনের সুযোগ ঘটবে। পারিবারিক কাজকর্মের ক্ষেত্রেও সময়টা ভালো যাবে। ব্যবসায়ীরা আটকে থাকা টাকা উদ্ধার করতে সক্ষম হবেন। শুধু তাই নয় ব্যবসায় নতুন চুক্তিও সম্ভব।


আরও পড়ুন: রয়েছে একাধিক PPF অ্যাকাউন্ট? নতুন নিয়মে বন্ধ হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্ট; জেনে নিন কেন


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)