যুগ যুগ ধরেই সনাতন সংস্কৃতি অনুযায়ী, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মনে করা হয়, এই দিনে যা কিছু অর্জন করবেন বা যে কাজ শুরু করবেন, তা অক্ষয় বা চিরস্থায়ী হয়। এ কথা আমরা সকলেই জানি যে, পৃথিবীতে কোনও কিছুই চিরস্থায়ী হয় না। তবে সনাতন বিশ্বাস অনুযায়ী, অক্ষয় তৃতীয়ায় যে কাজ শুরু করা হবে সেটির থেকে শুভ ফল পাওয়া যাবে। মনে করা হয়, এই দিনটি নিষ্ঠাভরে পালন করলে জীবনে অর্থ ও সংসারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রেই নয়, নতুন কোনও নির্মাণের সূচনা, নলকূপ খনন বা সোনার অলঙ্কার কেনার জন্যেও দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ব্যবসায়ীদের হালখাতা হওয়া ছাড়াও এই দিনটির আরও কয়েকটি গুরুত্ব জেনে নেওয়া যাক...


বিষ্ণু পুরাণ মতে, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ায় শ্রীবিষ্ণুর ষষ্ঠ অবতার, পরশুরামের জন্ম হয়। এই দিনেই ‘মহাভারত’ রচনা করেন মহাকবি বেদব্যাস। জৈন তীর্থঙ্কর ঋষভনাথ বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ার এই দিনেই এক বছর পর তাঁর উপবাস ভঙ্গ করেছিলেন। এ বার জেনে নেওয়া যাক অক্ষয় তৃতীয়ার তিথি ও নির্ঘণ্ট...


বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:


অক্ষয় তৃতীয়া ব্রতম: ২৩ বৈশাখ ১৪২৬, মঙ্গলবার। ইং তারিখ: ৭ মে, ২০১৯। সময়: তৃতীয়া রাত্রি ঘ ০২টো ১৭ মিনিট পর্যন্ত।


অক্ষয় তৃতীয়া আরম্ভ: ২২ বৈশাখ ১৪২৬, সোমবার। ইং তারিখ: ৭ মে, ২০১৯। সময়: রাত্রি ঘ ৩টে ১৮ মিনিট থেকে।


অক্ষয় তৃতীয়া সমাপ্তি: ২৩ বৈশাখ ১৪২৬, মঙ্গলবার। ইং তারিখ: ৭ মে, ২০১৯। সময়: রাত্রি ঘ ০২টো ১৭ মিনিট পর্যন্ত।


গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:


অক্ষয় তৃতীয়া ব্রতম: ২৩ বৈশাখ ১৪২৬, মঙ্গলবার। ইং তারিখ: ৭ মে, ২০১৯। সময়: তৃতীয়া রাত্রি ঘ ০২টো ৩০ মিনিট পর্যন্ত।


অক্ষয় তৃতীয়া আরম্ভ: ২২ বৈশাখ ১৪২৬, সোমবার। ইং তারিখ: ৭ মে, ২০১৯। সময়: রাত্রি ঘ ৩টে ৩২ মিনিট থেকে।


অক্ষয় তৃতীয়া সমাপ্তি: ২৩ বৈশাখ ১৪২৬, মঙ্গলবার। ইং তারিখ: ৭ মে, ২০১৯। সময়: রাত্রি ঘ ০২টো ৩০ মিনিট পর্যন্ত।