চিকেন হোক বা মাছ, স্টাটার হিসাবে কাবাবের জুড়ি মেলা ভার! যাঁদের খাবার তালিকায় এই মাছ বা মাংসের কোনওটাই থাকে না। মূলত তাঁদের জন্য আজকের এই রাজমা কাবাব। তাছাড়া একঘেয়ে রাজমা চাওয়াল বা চিকেন পকোড়া, ফিস ফ্রাইয়ের চেয়ে স্বাদ বদলাতে ঘরেই বানিয়ে ফেলতে পারেন কাবাবের তোফা এই আইটেম। জেনে নিন রাজমা কাবাবের রেসিপি আর বানানোর সহজ পদ্ধতি...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৪ জনের মতো রাজমা কাবাব বানাতে লাগবে:


৪০০ গ্রাম রাজমা, ২ টেবল চামচ পেঁয়াজের পেস্ট, ১ টেবল চামচ আদা ও রসুনের পেস্ট, ১টা টমেটো কুঁচি, ১টা বড় আলু টুকরো করা, আধা চা চামচ লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ গোল মরিচের গুঁড়ো, ১ চা চামচ গরম মশলা গুঁড়ো, ১ কাপ নারকেল কোড়ানো আর নুন প্রয়োজন মতো।


রাজমা কাবাব বানানোর পদ্ধতি:


১) আগের দিন রাতে রাজমা ভিজিয়ে রাখুন।


২) এরপর ভাল করে ধুয়ে সেদ্ধ করে নিন।


৩) ননস্টিক প্যানে তেল গরম করে আলু ভেজে তুলে রাখুন। তাঁতে পেঁয়াজ, আদা ও রসুন বাটা দিয়ে হালকা করে ভেজে নিন।


৪) এ বার এতে টমেটো কুঁচি দিয়ে কষিয়ে নিন। এরপর একে একে এতে লঙ্কার গুঁড়ো, গোল মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো ও নুন দিয়ে ভাল করে মিশিয়ে দিন।


৫) মশলা ভাল করে কষানো হয়ে গেলে এতে নারকেল কোড়া দিয়ে দিন।


আরও পড়ুন: সন্ধের চায়ের আড্ডায় জমিয়ে খান মুচমুচে, মজাদার স্বাদের চিকেন কুরকুরি


৬) এরপর এতে সেদ্ধ করে রাখা রাজমা এবং ভেজে রাখা আলু দিয়ে রান্না করুন। ভাল করে মাখা মাখা হয়ে এলে ঠান্ডা করে মিক্সারে পেস্ট করে নিন।


৭) এর পর ছোট ছোট কবারের আকারে তৈরি করে নিন। প্যানে তেল গরম করে ভাল করে দুপিঠ ভেজে নামিয়ে নিন।


ব্যস, এ বার পুদিনার চাটনি আর টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন গরম গরম রাজমা কাবাব।