ভারতে কোন কন্ডোম ব্র্যান্ডের চাহিদা সবথেকে বেশি?
ওয়েব ডেস্ক: কন্ডোম নিয়ে হরেক রকম তথ্যের আনাগোনা নিয়ে সব সচেতন মানুষই এখন ওয়াকিবহল। লুকিয়ে লুকিয়ে কন্ডোম নিয়ে আলোচনে করার দিন শেষ। নারী থেকে পুরুষ কন্ডোম এখন নিত্য দ্রব্য সামগ্রীর একটি অঙ্গ হয়ে উঠছে সবার কাছেই। এমনকি বলিউডও কন্ডোমের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে। বলিউড ডিভা সানি লিওনের কন্ডোম বিজ্ঞাপন তো রীতিমত সারা ফেলেছে গোটা দেশে। আর রণবীর সিং যখন বলেন, 'পকেটে কন্ডোম রাখেন', তখন তা ইয়ং স্টারদের কাছে হয়ে যায় বাণী। কন্ডোম ব্যবসায় ভারত এখন ইউরোপের দেশগুলোকে টেক্কা দেবে। ভারতের বাজারে কন্ডোমের চাহিদাও আকাশছোঁয়া। একটা তথ্য দিলেই বিষয়টা আরও পরিস্কার হবে। ভারতের বাজারে ২০১৩ সালে ব্যবসা শুরু করে স্কোর (Skore)। ২ বছরের মধ্যেই তাদের ব্যবসা এক লহমায় পৌঁছে যায় ৭০ কোটিতে। সময় যত এগিয়েছে স্কোর হয়ে উঠেছে ভারতরে প্রথম পছন্দগুলোর মধ্যে একটি। ২০১৫ সালেই ১০০ কোটির ব্যবসা ছুঁয়েছে স্কোর। এখন ভারতের বেস্ট চয়েসের মধ্যে স্কোর ৩ নম্বরে।
তাহলে প্রথম দুই কে কে? দেখে নিন তালিকা-
কোহিনূর (Kohinoor)
ডিউরেক্স (Durex)
স্কোর (Skore)
মুডস (Moods)
কামসূত্র (Kamasutra)
ম্যানফোর্স (Manforce)