জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:আপনার কি খরচের হাত খুব বেশি? যথেষ্ট আয়ের পরেও পকেটে থাকে না পয়সা? মাসের শেষে কি চলে টানাটানি? তাহলে আপনি সতর্ক হন এই পাঁচটি বিষয়ে। এর ফলে দ্রুত কমবে আপনার অপ্রয়োজনীয় খরচ। অনেকে যথেষ্ট আয়ের পরেও সেভিংসের দিকে মনোযোগ দিতে পারেননা। অথচ টাকা সঞ্চয়ের উপকারও অনেক। আপনার সঞ্চয় আপনাকে যেমন করে তুলবে অর্থনৈতিকভাবে সক্ষম তেমনি হঠাৎ করে আরথিক সংকটে পড়লে আপনাকে কিছুদিনের জন্যও চিন্তামুক্ত রাখবে আপনাকে। কিন্তু এতকিছুর পরেও অনেকেই ধরে রাখতে পারেন না নিজের সঞ্চিত অর্থ। ফলে মাসের শেষে একপ্রকার হাত কামড়াতে হয় তাদের। সেইসঙ্গেই বাড়ে দিন গুজরানের চিন্তা। অথচ কিছু নির্দিষ্ট নিয়ম মানলে আপনাকে করতে হবে না বাজে খরচের জন্য ভাবনা যা এই মূল্যবৃদ্ধির বাজারেও আপনাকে রাখবে চিন্তামুক্ত। নজর রাখুন তেমনই কিছু নিয়মে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


অপ্রয়োজনীয় খরচের অভ্যাসঃ- নিজের হাতে টাকা রাখতে চাইলে এখনই পালটে ফেলুন নিজের অপ্রয়োজনীয় খরচের অভ্যাস। অনেক মানুষই যথেষ্ট আয়ের ফলেও শুধুমাত্র নিজের বাজে খরচের অভাস্যের জন্য করতে পারেন না সেভিসংস। ফলে প্রতিনিয়ত ব্যক্তিগত জীবনে লেগে থাকে টানাটানি। সুতরাং দ্রুত এই অভ্যাস সম্পর্কে সতর্ক হন এবং পালটে ফেলুন নিজেকে।


শৌখিন কেনাকাটা থেকে দূরে থাকাঃ অনেক মানুষই শৌখিন জিনিসপত্র কিনতে ভালবাসেন। কিন্তু শৌখিন জিনিসপত্র কেনার নেশায় তাদের খেয়াল থাকে না খরচের দিকে। ফলে প্রয়োজনের অতিরিক্ত খরচ হয় তাদের। এই অভ্যাস পালটে না ফেললে অতিরিক্ত খরচের জন্য ভুগতে হবে আপনাকে।


এড়িয়ে চলুন শো অফঃ শৌখিন কেনাকাটার মতোই অপ্রয়োজনীয় খরচের কারনেও খরচ হয় অতিরিক্ত টাকা। সুতরাং প্রয়োজনমতো খরচ করার চেষ্টা করুন।


অতিরিক্তি পার্টি করা বন্ধ করুনঃ অতিরিক্ত পার্টির কারনেও বহু মানুষ খরচ করেন অপ্রয়োজনীয় টাকা। এমন অভ্যাস থাকলে এক্ষুনি পালটে ফেলুন নিজেকে তবেই আপনি বাঁচাতে পারবেন অতিরিক্ত খরচ।


তৈরি করুন মাসিক বাজেটঃ আপনি যদি নিজেকে নির্দিষ্ট খরচের মধ্যে বেঁধে রাখতে চান তাহলে এখনই তৈরি করুন নিজের জন্য একটি নির্দিষ্ট মাসিক বাজেট। এই বাজেটই গোটা মাস জুড়ে অপ্রয়োজনীয় খরচের হাত থেকে বাঁচাবে আপনাকে।


অন্যদের ধার দিন হিসেব করেঃ আপনার কাছে কি টাকা অনেকে ধার করেন অনেকে? তাহলে এখনই সাবধান হন। ধার দিলেও তা দিন হিসেব করে। না হলে অতিরিক্ত খরচই আপনার ভবিতব্য।


   (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)