ওয়েব ডেস্ক: বর্ষাকাল মানেই সাপের উপদ্রব। বর্ষা এলেই সাপেরা নিজেদের গর্ত থেকে বেরিয়ে বাড়ির আনাচে কানাচে স্যাঁতস্যাঁতে জায়গায় ঘাপটি মেরে থাকে। আর সেই সমস্ত জায়গায় ভুলবশত যদি আপনি একটা হাত দিয়ে ফেলেন, তাহলেই ব্যস! অমনি ফোঁস করে আপনাকে এক ছোবলে ছবি করে দিতে পারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন যে কারণে অ্যারেঞ্জ ম্যারেজ দীর্ঘস্থায়ী হয়


জুতো পরার সময় সাধারণত আমরা কেউই বিশেষ নজর দিই না। তাড়াহুড়োয় চট করে পায়ে গলিয়েই বেরিয়ে যাই। কিন্তু না, এই স্বভাব যদি আপনার থাকে, তাহলে এখনই বদলে ফেলুন। বিশেষ করে বর্ষাকালে। ঢাকা জুতো পরতে হলে সবসময় জুতো ঝেড়ে নিয়ে পড়ুন। নাহলে আপনার জুতোর ভিতর ঢুকে থাকতে পারে সাপ। নিচের ভিডিওটিতে দেখুন, কত বড় একটা সাপ জুতোর মধ্যে কীভাবে ঢুকে পড়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।