ওয়েব ডেস্ক: আনুষ্ঠানিকভাবে কাল। কিন্তু সরস্বতী পুজো থেকেই বোধহয় প্রেমের দিন শুরু। ভ্যালেনটাইন্স ডে সম্পর্কে জেনে নিন১০ টা মজার এবং অজানা তথ্য। তবেই তো প্রেম জমে উঠবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) ভিক্টোরিয়ান টাইমসে এটা মনে করা হয় যে, ভ্যালেন্টাইনস ডে কার্ড দূর্ভাগ্যের লক্ষণ।


২) পরীসংখ্যানে দেখা গিয়েছে ৩ শতাংশ পশু প্রেমীকরা তাঁদের পোষ্যকে ভ্যালেন্টাইনস ডে-র উপহার দিয়ে থাকেন।


৩) রিচার্ড ক্যাডবেরি ১৮০০ সালে ভ্যালেন্টাইনস ডে-র দিনে প্রথম চকোলেট তৈরি করেছিলেন।


৪) সারা পৃথিবীতে আজকের দিনে ৩৫ মিলিয়নেরও বেশি হার্ট শেপ চকোলেট বিক্রি হয়।


৫) ৭৩ শতাংশ পুরুষ ভ্যালেন্টাইনস ডে-র দিনে ফুল কিনে থাকেন। সেখানে মেয়েদের সংখ্যাটা ২৭ শতাংশ।


৬) শিক্ষকেরা সবথেকে বেশি ভ্যালেন্টাইনস ডে কার্ড পেয়ে থাকেন তাঁদের ছাত্রছাত্রী, মা-বাবা, স্বামী-স্ত্রী, ভালোবাসার মানুষ এবং পোষ্যদের কাছ থেকে।


৭) প্রত্যেক বছর আজকের দিনে গড়ে ২২০,০০০ মানুষ বিয়ের প্রস্তাব দিয়ে থাকেন।


৮) এখনও প্রত্যেক বছর ভ্যালেন্টাইনস ডে-র দিনে ইতালির শহর ভেরোনায় জুলিয়েটের নামে ১ হাজারটি চিঠি আসে।


৯) ৮৫ শতাংশ মহিলা আজকের দিনে তাঁর ভালোবাসার মানুষকে উপহার দিয়ে থাকেন।


১০) ১৫৩৭ সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হেনরি সরকারিভাবে আজকের দিনে ছুটি ঘোষণা করেছিলেন।