নিজস্ব প্রতিবেদন : ভাইরাল হওয়ার এমন নেশা! চমকপ্রদ কিছু করতেই হবে। করে পারলে ভাইরাল হওয়া যাবে বটে! সেসব কিছু করতে গিয়ে হাসির খোরাক হতে হবে। জানা কথা। কিচ্ছু যায় আসে না তাতে! ভাইরাল হতে হবে। এটাই শেষ কথা। ইনিই প্রথমে দেশের মানুষকে দুধ চায়ে ইডলি ডুবিয়ে খেতে শিখিয়েছিলেন। ভাইরাল হয়েছিল সেই ভিডিয়ো। সমালোচকদের ভিড় জমেছিল কমেন্ট সেকশন-এ। পাত্তা দেননি তিনি। ইন্টারনেট ব্যবহারকারীদের কেউ কেউ তাঁকে দু-কদম এগিয়ে আরও ভয়ানক পরামর্শ দিয়েছিলেন। পরামর্শ ছিল, আপনি এবার একটা কাজ করুন! চায়ে চিকেনের লেগ পিস ডুবিয়ে খেয়ে দেখুন। পরামর্শ যে তিনি এমন সিরিয়াসলি নিয়ে ফেলবেন, কে জানত! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হাতের কাছে চিকেন লেগ পিস পাননি তিনি। তবে তন্দুরি চিকেন ছিল। সেটাই দুধ চায়ে ডুবিয়ে খেলেন। ভিডিয়ো পোস্ট করলেন। আবার হাসাহাসি হল। তিনি পাত্তাই দিলেন না। ভাইরাল হওয়ার লক্ষ্য পূরণ করে ফেললেন সেই মহিলা। তিনি লিখলেন, ''চা ও ইডলির ভিডিয়ো দেওয়ার পর অনেকে এবার চিকেন লেগ পিস চায়ে ডুবিয়ে খেতে বলেছিলেন। লেগ পিস পাইনি। চিকেন তন্দুরি টিক্কা পেলাম। সেটাই এবার চায়ে ডুবিয়ে খেলাম। দারুন স্বাদ লাগল। আপনারাও টেস্ট করে দেখতে পারেন।''


আরও পড়ুন-  ছুটির দিনে বাড়িতে বানিয়ে নিন সুস্বাদু চিকেন পোস্ত


Hey, Guys! When I posted the tea & idli video, u/wromit suggested that I should try "tandoori leg" with tea. I couldn't find a leg piece, but I found what they call "Tikka." At first, I wasn't too sure about it, but after I tried it, I'm really digging the flavor. The after-taste was decent. from r/india

প্রথমে তিনি চায়ের কাপে চিকেন টিক্কা রাখলেন। তার পর তাতে দুধ চা ঢেলে দিলেন। এর পর চাসমেত টিক্কা খেলেন চামচে করে তুলে। তার নাকি অসাধারণ স্বাদ! তবে অনেকেই তাঁর এই ভিডিয়ো অপছন্দ করলেন। লিখলেন, আপনি এই পৃথিবীর উপর একটু দয়া করুন। সুস্বাদু খাবারের এভাবে বারোটা বাজাবেন না। একজন আবার অবিলম্বে সেই ভিডিয়ো ব্যান করার আর্জি জানালেন। ভাইরাল কন্টেন্ট রয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। চায়ে ডুবে চিকেন তন্দুরির অবশ্য সলিল সমাধি হল।