শর্মিলা মাইতি


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কে না চায়, ডিজাইনার পোশাক পরে নিজের লুকটা এক্কেবারে বদলে ফেলতে? আয়নায় নিজেই নিজের তারিফ করতে? কিন্তু সব সাজই যদি জুতোয় গিয়ে আটকে যায়? কিছুতেই পোশাকের সঙ্গে মানানসই জুতো পাওয়া যায় না। গেলেও কালেভদ্রে এক-আধবার মিলিয়ে পরতে পারেন। সত্যি, এমন কোনও ‘জুতা আবিষ্কার’ হয়নি, যা মহিলা মহলের পছন্দসই পোশাকমেলায় এক্কেবারে মিলে যায়।



এই শূন্যস্থানটাই পূরণ করতে এল ওসিডি। ফ্যাশন উইদাউট কম্প্রোমাইজ, এমনটাই বিশ্বাস করেন এই সংস্থার উদ্ভাবক, নেহা কামতেকার ও আনসুল সুদ। “অনেক সময়েই আমরা স্টাইলিশ ড্রেস পরে নিই, কিন্তু জুতো খুঁজতে গিয়েই সব বরবাদ হয়ে যায়। যেটার সঙ্গে হিল পরলে মানায়, সেখানে বুট বা ওয়েজ পরে ফেলি! সঠিক উচ্চতার, সঠিক রঙের জুতো পাওয়া যায় না বেশিরভাগ সময়ে। তাই আমরা ঠিক করলাম জুতোর কনসেপ্টটাই বদলে দিতে হবে। হাফ সাইজ, ফ্ল্যাট ফুট, ব্রড টো, ন্যারো ফিট যে কোনও ধরনের পায়ের জন্য আদর্শ জুতো আমরা তৈরি করব। পাঠিয়ে দেব ক্রেতার বাড়িতে। আর তাতে থাকবে সেই ক্রেতার নিজস্ব পছন্দের কারুকার্য।” এমনকী নিজের নাম লেখা জুতোও বানাতে পারেন অতি সহজে। দিতে হবে শুধু ডিজাইন। এখনই বহু অভিনেতা অভিনেত্রী ও ব্যবসায়ীরা এদিকে ঝুঁকেছেন। অচিরেই স্টাইল-কনশাস শৌখিন পুরুষ ও নারী এ সুযোগ পাবেন হাতের মুঠোয়।



উদ্যোগীদের দাবি, শ্রীচরণে শু অতি কোমল ও মোলায়েম হয়ে উঠবেই উঠবে, যদি সঠিক মাপের জুতো কিনতে গিয়ে আপনার নিজের জুতোর সুকতলা না ক্ষয়ে যায়! ওসিডি ডট কম-এ অনলাইনে অর্ডার দিতে পারবেন তো বটেই, কেনার আগেই সাইটে দেখে নিতে পারেন থ্রিডি স্টুডিয়ো টেকনোলজিতে তৈরি কাল্পনিক জুতোর হরেক ‘খসড়া’। বিশ্বের নামী শু ডিজাইনারদের তৈরি নমুনাও পাবেন সেখানে। যা পারমুটেশন কম্বিনেশন করে নিজের পছন্দটা মিলিয়ে নিলেই হল।



মানে, এবার আপনি নিজেই নিজের শু-ডিজাইনার। www.oceedee.com  থেকে জুতা আবিষ্কার শুরু করুন মাউসক্লিকে।