ওয়েব ডেস্ক: পা নেই তো কি হয়েছে! তবু পাহাড়ে চড়া সম্ভব। পঙ্গুর গিরি লঙ্ঘন- কথাটি আদপে অসম্ভব শোনালেও সেটিই এবার সম্ভব করে ছাড়ল 'এনেবল ট্র্যাভেল' নামক এক স্টার্ট আপ ভ্রমণ সংস্থা! কথায় বলে, ইচ্ছা থাকলেই উপায় হয়। তাই হুইল চেয়ার ছাড়া যাদের গতি নেই তেমন মানুষদেরই এবার বিশ্ব দর্শন করাবে 'এনেবল ট্র্যাভেল'। দৃষ্টি এবং শ্রবণ প্রতিবন্ধীদের জন্যও ভ্রমণ পরিষেবা দেবে সংস্থাটি।


স্টার্ট আপ সংস্থাটি জানিয়েছে, 'অ্যাম্ফিবিয়ান হুইলচেয়ার'-এর মতো বিশেষ ধরনের প্রতিবন্ধী বান্ধব সরঞ্জামের ব্যবস্থা রেখেছে তারা। এর পাশাপাশি রয়েছে আরও নানা রকম বিশেষ সুযোগ সুবিধা। উল্লেখ্য, অ্যাম্ফিবিয়ান হুইলচেয়ার-এর মাধ্যমে প্রতিবন্ধীদের পক্ষে সুইমিং পুলে আনন্দ উপভোগ করা সম্ভব হয়। বর্তমান বছরের প্রথম দিকে সংস্থাটি কাজ শুরু করে এবং তাদের দাবি অনুযায়ী তারাই এ দেশে প্রথম এই ধরনের পরিষেবা প্রদানকারী ভ্রমণ সংস্থা।