নিজস্ব প্রতিবেদন: বিশ্ববাজারে জোরালো সংকেত পাওয়ার পর ভারতের শেয়ার বাজারে টানা তৃতীয় দিন ভালো ফলের আশা দেখা গেছে। সেনসেক্স এবং নিফটি উভয়ই সবুজ চিহ্ন দিয়ে খোলা হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লেনদেনের শুরুতে সেনসেক্স ৫৪,৫৫৪.৮৯-এ খোলা হয়। অন্যদিকে, নিফটি ১৬,৩১৮.১৫-এ খোলে। বাজার খোলার আগে, সেনসেক্সের ৩০টির মধ্যে ২৫টি স্টক সবুজ চিহ্নে ট্রেড করছিল।


এর আগে, আমেরিকার বাজারগুলি সবুজ চিহ্নে বন্ধ হয়। ডাও জোন্স ৪৩০ পয়েন্টে বন্ধ হয়। অন্যদিকে, নাসডাক সূচকে ৩ শতাংশ বৃদ্ধি দেখা গেছে। দুর্বল ফলাফলের কারণে ওয়ালমার্টের স্টক কমেছে।


আরও পড়ুন: Stock Market Closed: উন্নতির সঙ্কেত শেয়ার বাজারে, সেনসেক্স বাড়ল ১৩৪৪ পয়েন্ট


এলআইসি-র আইপিও তালিকাভুক্তির দিনেই শেয়ারবাজারে ভালো ফল করে। ট্রেডিং সেশনের শেষে, সেনসেক্স ১৩৪৪.৬৩ পয়েন্ট বেড়ে ৫৪,৩১৮-এ বন্ধ হয়েছে। অন্যদিকে, নিফটি ৪৩৮.১৫ পয়েন্টে বেড়ে ১৬,২৮০-তে পৌঁছেছে। অন্যদিকে, তালিকাভুক্তির প্রথম দিনেই এলআইসির স্টক ৮৭৩ টাকায় বন্ধ হয়েছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)