মহিলাদের পছন্দের নীল ছবির দুনিয়ায় উপরের দিকে `গে পর্ন`, বলছে গবেষণা
নীল ছবির দুনিয়ায় নিয়ে নানা রকম কাঁটাছেঁড়া চলে। মানুষ কী ধরনের পর্ন দেখতে ভালবাসে, কখন বেশি পর্ন দেখে। এরকম নানা বিষয়ে গবেষণা চালিয়ে মানুষের যৌন জীবন নিয়ে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা হয়। তেমনই এক রকমের গবেষণা চালাল ইংল্যান্ডের এসেক্সের এক বিশ্ববিদ্যালয়। গবেষণার বিষয় মেয়েরা কী জাতীয় পর্ন দেখতে পছন্দ করে।
ওয়েব ডেস্ক: নীল ছবির দুনিয়ায় নিয়ে নানা রকম কাঁটাছেঁড়া চলে। মানুষ কী ধরনের পর্ন দেখতে ভালবাসে, কখন বেশি পর্ন দেখে। এরকম নানা বিষয়ে গবেষণা চালিয়ে মানুষের যৌন জীবন নিয়ে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা হয়। তেমনই এক রকমের গবেষণা চালাল ইংল্যান্ডের এসেক্সের এক বিশ্ববিদ্যালয়। গবেষণার বিষয় মেয়েরা কী জাতীয় পর্ন দেখতে পছন্দ করে।
মেডিক্যাল ডেলি.কম নামের ওয়েবসাইট প্রকাশ করে এই বিষয়ে এসেক্স বিশ্ববিদ্যালয়ের গবেষণা রিপোর্ট প্রকাশ করে। দেখা যাচ্ছে বিশ্বের ৫০টি দেশের মহিলারা যারা পর্ন দেখেন, তাদের পছন্দের সারিতে একেবারে প্রথম দিকে আছে গে পর্ন বা পুরুষ সমকামী পর্ন। গবেষণায় বলা হয়েছে অন্তত ৭০ শতাংশ মহিলা বলছেন, গে পর্ন দেখার সময় তারা সবচেয়ে বেশি উত্তেজনা অনুভব করেন।
এই ওয়েবসাইটে আরও বলা হয়েছে ছেলেদের থেকে মেয়েরা বেশি সমকামী পর্ন দেখে।
(পুরো রিপোর্টটি প্রকাশিত হয়েছে www.medicaldaily.com-এ)