ওয়েব ডেস্ক: রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন স্বামী স্মরণানন্দ। বৈদিক মন্ত্র পাঠ করে তাঁকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে ছিলেন মঠের সন্ন্যাসীরা। প্রয়াত স্বামী আত্মস্থানন্দের স্থলাভিষিক্ত হলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নতুন প্রেসিডেন্ট মহারাজের আশীর্বাদ নিতে বেলুড়ে আজ বিপুল ভক্তসমাগম হয়। এর আগে রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ অধ্যক্ষ ছিলেন স্বামী স্মরণানন্দ। স্বামী আত্মস্থানন্দের দেহাবসানে অন্তর্বর্তী অধ্যক্ষের দায়িত্ব সামলান তিনি। মিশনের প্রবীণ সন্ন্যাসীদের মধ্যে প্রথমসারিতে ছিলেন স্বামী স্মরণানন্দ।


১৯২৯ সালে তামিলনাড়ুতে জন্ম স্বামী স্বরণানন্দের। মাত্র ২০ বছর বয়সে রামকৃষ্ণ সঙ্ঘের মুম্বই শাখার সঙ্গে যোগাযোগ। মাত্র ২২ বছর বয়সে মুম্বই আশ্রমে যোগদান। ১৯৬০ সালে সন্ন্যাস গ্রহণের পর তাঁর নাম হয় স্বামী স্মরণানন্দ।