ওয়েব ডেস্ক: তাদের প্রিয় চোখের জল। খুশিতে হোক দুঃখের, চোখের কোণায় জল দেখলেই তাদের তৃষ্ণা আরও বেড়ে যায়। প্রধানত ব্রাজিল, ফ্লোরিডিয়া জুলিয়া প্রজাপতিরা (Dryas iulia) কচ্ছপ, কুমীরের চোখের জল পান করে। আমা লা ভিদা ও জেফ ক্রিমার জুলিয়া প্রজাপতির কিছু অসাধরণ দৃশ্য ক্যামেরাবন্দি করেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কচ্ছপ, কুমীরের চোখের জলে থাকে বিশেষ পুষ্টি যা জুলিয়া প্রজাপতিদের জীবনধারনে খুবই মূল্যবান। তাদের চোখের জলে থাকে সোডিয়াম ও অন্যান্য খনিজ পদার্থ। প্রজাপতিদের ডিম উত্পাদনে বিশেষ সাহায্য করে থাকে।








Image credits: Michael Wang / Tora Adventure, Jeff Cremer, Ama la Vida