নিজস্ব প্রতিবেদন: অনলাইনে কেনাকাটায় সঠিক জিনিস না মেলার অভিযোগ প্রায়শই শোনা যায়। সস্তায় আইফোন (iPhone) দেখে  অনেকে নকল ফোন বা ভেতরে সাবানও পর্যন্ত পেয়েছেন। কিন্তু তা বলে আইফোন টেবিল! 'সস্তায় বিকোচ্ছে আইফোন' এই দেখে লোভ সামলাতে পারেননি থাইল্যান্ডের তরুণ। আইফোনই এসেছে তবে টেবিল আকারে। তবে এইবার ই-কমার্স সংস্থার দোষ নয়। দোষ সম্পূর্ণরূপে ঐ তরুণের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: WB Assembly Election 2021: ভোটার কার্ড থাকলেই হবে না, তালিকায় নাম আছে তো? চেক করবেন কীভাবে জেনে নিন


জানা গিয়েছে, থাইল্যান্ডের (Thailand) ঐ তরুণ বিশদ তথ্যাদি না দেখেই 'buy' বাটনে ক্লিক করেছিলেন। এরপর অধীর আগ্রহে আইফোন পাওয়ার অপেক্ষায় ছিলেন। প্রথমে অবশ্য বড় প্যাকেজ দেখে কিছুটা অবাক হয়েছিলেন ঐ তরুণ। এরপর প্যাকেজ খুলে তো চক্ষুচড়কগাছ। আইফোনের আদলে বড় কফি টেবিল পেলেন ক্রেতা। টেবিলের সাথে ফটো তুলে পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল হয় সেই ছবি। কালো স্ক্রীন, টাচ আইডি, নকল মাইক, একেবারে হুবহু আইফোনের মতোই দেখতে সেই টেবিল। শুধু আকারে বড়। 



আরও পড়ুন: ২৪ ঘণ্টায় নিজের রেকর্ড নিজেই ভাঙছে Corona, দিনে সংক্রমণ ৬০ হাজার ছুঁই ছুঁই


তবে এই প্রথম নয়, ২০১৯ এ বেঙ্গালুরুর এক ব্যক্তি ৯৩ হাজার টাকা দিয়ে আইফোন অর্ডার করে ক্যামেরা স্টিকার পেয়েছিলেন। তবে সেক্ষেত্রে ই-কমার্স সংস্থা তড়িঘড়ি অরিজিনাল ফোন দিয়ে তা রিপ্লেস করে দেয়।