ওয়েব ডেস্ক : আপনি নিশ্চই টাইটানিক সিনেমাটা দেখেছেন? নীল অতলান্ত আটলান্টিকে ভেসে চলেছে 'স্বপ্নতরী'। জাহাজের ডেকে দাঁড়িয়ে সূর্যাস্তের সময় জ্যাক-রোজের চুম্বন আপনি যত বার দেখেছেন, ততবার মোহিত হয়েছেন। কিন্তু সেটা তো সিনেমা! বাস্তবে বিশ্বের সবচেয়ে বড় ক্রুজের চোখধাঁধানো বিলাসবহুল অন্দরমহলটা কি আপনি দেখেছেন? বিশ্বের সবচেয়ে বড় ক্রুজ 'হারমোনি অফ দ্য সিজ'। এতটাই বিশাল যে, এই ক্রুজের মধ্যে কোনও জায়গা খুঁজে পেতে GPS-এর সাহায্য লাগে। চলুন ছবিতে দেখা যাক, কী কী রয়েছে এই ক্রুজের ভিতর-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) একসঙ্গে ৬০০০ যাত্রী উঠতে পারেন এই ক্রুজে।



২) লম্বায় ১১০৮ ফিট, ওজনে ২ লাখ ২৭ হাজার টন ক্রুজটি বানাতে খরচ পড়েছে ৮০০ মিলিয়ন পাউন্ড।



৩) ক্রুজটি তৈরি করেছে রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল।



৪) ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য গেস্ট রুম, ছোট থেকে বড়। রয়েছে স্যুটও।



৫) রয়েছে ১৮টি ডেক ও ১৬টি রেস্টুরেন্ট, ক্যাফে, শপিং সেন্টার।



৬) নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কের মত এই ক্রুজে রয়েছে ১০,৫৮৭টি ছোট গাছ ও ৫২টি বড় গাছ।



৭) ১৩৮০ আসনবিশিষ্ট থিয়েটারে আপনি শুনতে পারবেন নানা ধরনের মিউজিক।



৮) ক্রুজেই আপনি পাবেন বার, লাউঞ্জ, লাইভ জ্যাজ ক্লাব, কারাওকে বার এবং কমেডি ক্লাব।



৯) রয়েছে জিমন্যাসিয়াম। যেখানে আপনি যোগা, তাই-চি ফিটনেস প্রোগ্রামে অংশ নিতে পারবেন।



 
১০) এই ক্রুজে করে ঘুরে বেড়াতে গেলে আপনাকে প্রতি সপ্তাহে মাথাপিছু দিতে হবে ৭৫২৫ পাউন্ড।


আরও পড়ুন, বিশ্বের এই দেশগুলোতে নারীর সঙ্গে চলে 'নারকীয় অত্যাচার'!