জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনেকটা পথ চলে এসেছে আপনার নব-উদযাপিত সম্পর্ক। ভ্যালেন্টাইন সপ্তাহের আজ পঞ্চম দিন। আজ প্রতিজ্ঞা-দিন। প্রমিস ডে। কীসের প্রমিস? সম্পর্কের উদযাপনের। এদিনটি হল সম্পর্কের ক্ষেত্রে যে শপথ বা প্রতিজ্ঞা মানুষ করে তা রাখার দিন বা সেটাকে আরও সংহত করার দিন। এদিনটির সঙ্গেও আছে উপহার ও মিষ্টিমুখের অনুষঙ্গ। দিনটি নানা ভাবে কাটানো যায়।এর আগে চলে গেছে রোজ ডে, প্রোপোজ ডে, চকোলেট ডে। আর গতকাল ছিল টেডি ডে, আজ প্রমিস ডে।  রোজ ডে-তে ফুল দিয়েছেন, প্রোপোজ ডে-তে অফিশিয়াল প্রোপোজ করে ফেলেছেন। সেদিনই অনেকটা এগিয়ে গিয়েছে আপনাদের সম্পর্ক। পরে চকোলেট ডে-তে চকোলেট-উপহারে ভরিয়ে দিয়েছেন আপনার পছন্দের মানুষটিকে। টেডি ডে পেরিয়ে অবশেষে আপনারা এই প্রমিস ডে-তে এসে পৌঁছেছেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Propose Day 2023: 'প্রোপোজ ডে'তে কী ভাবে মনের কথা সহজে বলবেন? কী করলে ব্যাপারটি একটু বেশি রোম্যান্টিক হয়ে ওঠে?


তবে আজকের দিনে আপনাকে খেয়াল রাখতেই হবে, কী প্রতিজ্ঞা করেছেন, কী করছেন। প্রতিজ্ঞার মধ্যে শুধু রোম্যান্স নয়, যেন বুদ্ধি ও অনুভূতির স্নিগ্ধতাও থাকে। সেই 'রোমিয়ো জুলিয়েটে' উইলিয়াম শেক্সপিয়র লিখেছিলেন না-- 'ও, সোয়্যা্র নট বাই দ্য মুন, দ্য ইনকনস্ট্যান্ট মুন, দ্যাট মান্থলি চেঞ্জস ইন হার সার্কল ওরব, লেস্ট দ্য়াট দাই লাভ প্রুভ লাইকওয়াইস ভেরিয়েবল'! হ্যাঁ, কবি ঠিকই তো বলেছেন, যা সদাই পরিবর্তনশীল, তা দিয়ে কী ভাবে আপনি আপনার প্রেমের শপথবাণী রচনা করতে পারেন?  


আরও পড়ুন: Propose Day 2023: 'প্রোপোজ ডে'তে কী ভাবে মনের কথা সহজে বলবেন? কী করলে ব্যাপারটি একটু বেশি রোম্যান্টিক হয়ে ওঠে?


আজও আপনার ঈপ্সিত সঙ্গীকে ডিনারে ডাকুন। কিছু উপহারও দিন। আর সেই উপহারের মধ্যেই লুকিয়ে থাকুক আপনার শপথের দ্যুতি, বিশ্বাসের বটপত্র। 


 


কে যেন বলেছিলেন--  'লাভ ইজ আ প্রমিস দ্যাট ক্যান লাস্ট ফরএভার'! তাই নয় কি? প্রেম মানেই তো অনেকগুলি শপথের একখানি মালা।  আমাদের বাংলা গানেও তো আছে-- 'সেই শপথের গাঁথা ফুলে/আমারে গেছো কি ভুলে?'


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)