নিজস্ব প্রতিবেদন: সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি (CBT) মার্চ মাসের শুরুতে ২০২১-২২ অর্থবর্ষের জন্য EPF-র সুদের হার ঘোষণা করেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল আমানতের উপর ২০২১-২২ অর্থবর্ষের জন্য সুদের হার গত চার দশকের মধ্যে সর্বনিম্ন করা হয়েছে। এই সুদের হার কমিয়ে ৮.১ শতাংশ করা হয়েছে যা আগের বছর ছিল ৮.৫ শতাংশ। ১৯৭৭-৭৮ সাল থেকে সর্বনিম্ন সুদের হার করা হল এই বছরে। EPF-এ কর্মচারীরা তাদের অবসর সময়ের জন্য টাকা জমা করেন। ১৯৭৭-৭৮ সালে এই সুদের হার ছিল ৮ শতাংশ।


কেন্দ্রীয় বোর্ড ২০২১-২২ আর্থিক বছরে সদস্যদের অ্যাকাউন্টে EPF সঞ্চয়ের উপর ৮.১০ শতাংশ হারে বার্ষিক সুদ জমা দেওয়ার সুপারিশ করেছে।


EPFO তার গ্রাহকদের ২০২০-২১ সালে ৮.৫ শতাংশ হারে সুদ দিয়েছে। এই পরিমাণ আগের বছরের সমান। ২০১৮-১৯ সালে EPF-এর সুদের হার ছিল ৮.৬৫ শতাংশ এবং ২০১৭-১৮ সালে এই হার ছিল ৮.৫৫ শতাংশ। ২০১৬-১৭ সালে, EPF-এর সুদের হার ছিল ৮.৬৫ শতাংশ।


আরও পড়ুন: Taherpur: নিখোঁজ তাহেরপুরের দুই মাধ্যমিকের ছাত্রী, অপহরণ করে বিক্রির অভিযোগ পরিবারের


অন্যদিকে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Finance Minister Nirmala Sitharaman) সোমবার রাজ্যসভায় (Rajya Sabha) একটি বিতর্কের সময় বলেছেন যে ৮.১ শতাংশ হারে সুদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে EPFO-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা, সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি। ২০২১-২২ এর জন্য কর্মচারী ভবিষ্যৎ তহবিল (EPF) এর উপর এই সুদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


EPFO সুদের হার সম্পর্কে কথা বলতে গিয়ে, সীতারামন বলেন যে এই সুদের হার এখনও অন্যান্য পেনশন সংস্থাগুলির তুলনায় বেশি।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)