জি ২৪  ঘন্টা ডিজিটাল ব্যুরো: তোতাপাখির প্রচন্ড বুদ্ধি, মানুষ কীভাবে কথা বলে তা সুন্দর ভাবে অনুকরণ করতে পারে। টুইটারে একটি ৮ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একজন মানুষ পিয়ানো বাজাচ্ছে আর তাঁর সঙ্গে গান গাইছে তাঁর পোষা একটি তোতাপাখি। পিয়ানোর তালে তাল মিলিয়ে নিখুঁত সুরে সুন্দর গান গাইছে তোতাপাখিটি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Vaishakha Amavasya: এক অমাবস্যাতেই মুক্তি কালসর্প ও শনির সাড়ে সাতিয়া দোষ থেকে! জেনে নিন দিন-তিথি...


শেয়ার করার পর থেকে, ভিডিয়োটি ৫,৮৩০ টিরও বেশি ভিউ, ১৮৩টি লাইক এবং পাখিটির এতো  সুন্দর গানের জন্য় প্রত্য়েকে প্রশংসা করে প্রচুর মন্তব্য করেছেন ৷ ভিডিওটিতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অনেকেই হাসি এবং হৃদয়ের ইমোজি দিয়েছেন।


কয়েক বছর আগে একই ধরনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। লিঙ্ক ওলনশায়ার ওয়াইল্ডলাইফ পার্কের শেয়ার করা ভিডিওটিতে একটি তোতাপাখি বেয়োন্সের 'ইফ আই ওয়্যার এ বয়'-তে অভিনয় করতে দেখা গিয়েছে, যা প্রত্য়েকটি মানুষকে অবাক করে দিয়েছে। চিকো নামের নয় বছর বয়সী হলুদ-মুকুটওয়ালা তোতা পাখিটি ২০০৮ সালের 'রিফ্রেন' নামে একটি হিট গান গেয়েছিল এবং গানের প্রত্য়েকটি নোট খুব সুন্দর ভাবে গেয়েছিল। এই প্রতিভাবান পাখিটি লেডি গাগার 'পোকার ফেস' এবং কেটি পেরির 'ফায়ারওয়ার্ক'-এর মতো অন্যান্য গানগুলিও নকল করতে পারে।


আরও পড়ুন: Pitra Dosh Yog: ৩ রাশির উপর পড়বে 'পিতৃ দোষ যোগ'-এর ছায়া, আগামী ৩০ দিন বাড়বে সমস্যা


২০২২ সালে, একটি গবেষণায় দেখা গিয়েছে যে পাখির গান শুনলে মানুষের মানসিক চাপ এবং উদ্বেগ কাটিয়ে উঠতে সাহায্য করে।  শহুরে ট্র্যাফিক শব্দের আওয়াজে আর প্রাকৃতিক পাখির গানের আওয়াজের প্রভাবের মানুষের মানসিক প্রতিক্রিয়ার কেমন হয় তা জার্মানির গবেষকদের একটি দল দ্বারা মূল্যায়ন করা হয়েছিল । 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)