ওয়েব ডেস্ক : ফ্যাশনদুরস্ত মহিলা-পুরুষের কাছে ট্যাটুর আকর্ষণ ভয়ানক। হাতে, গোড়ালিতে, পিঠে, ঘাড়ে- ট্যাটুর জন্য এক-একজন বেছে নেন নিজের শরীরের এক-একটা অংশ। কিন্তু, ট্যাটুর রঙ নিয়ে এই মারাত্মক সত্যিটা জানেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ট্যাটুর রঙের ক্ষতিকারক রাসায়নিকের প্রভাবে আপনার ক্যান্সার হতে পারে। ইউরোপিয়ান কেমিক্যাল এজেন্সির রিপোর্ট বলছে, ট্যাটুর কালিতে থাকে টক্সিক। যার জন্য আপনার ত্বকে অ্যালার্জি-জ্বালা হতে পারে। আর সেই জ্বালা-চুলকানি বছরের পর বছর থাকতে পারে। এখানেই শেষ নয়...


ট্যাটু করার জন্য যে যে রঙগুলো বিশেষভাবে ব্যবহৃত হয়, তারমধ্যে সবচেয়ে মারাত্মক হল বিশেষ করে একটি রং। লাল। নীল, সবুজ, কালোর চেয়েও মারাত্মক হল ট্যাটুর লাল রং। লাল রঙে এমন কিছু ক্ষতিকর রাসায়নিক থাকে, যার জন্য ইউরোপের দেশগুলিতে অবিলম্বে এই রঙ নিষিদ্ধ করার দাবি উঠেছে।